ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের নলছিটি জিরো পয়েন্ট ও খেজুরতলার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন থ্রি-হুইলারে থাকা অপর যাত্রী ও চালক।
নিহত ব্যক্তির নাম মো. বাকিয়ার মোল্লা (৪৫)। তিনি লেবুখালী ক্যান্টনমেন্টে বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক পটুয়াখালীর লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত মো. আরিফুল ইসলামকে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিএমএইচে স্থানান্তর করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসা একটি ট্রাক ও বরিশাল থেকে পটুয়াখালীগামী সবজিবোঝাই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবুল কাশেম বলেন, ‘ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের নলছিটি জিরো পয়েন্ট ও খেজুরতলার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন থ্রি-হুইলারে থাকা অপর যাত্রী ও চালক।
নিহত ব্যক্তির নাম মো. বাকিয়ার মোল্লা (৪৫)। তিনি লেবুখালী ক্যান্টনমেন্টে বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক পটুয়াখালীর লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত মো. আরিফুল ইসলামকে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিএমএইচে স্থানান্তর করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসা একটি ট্রাক ও বরিশাল থেকে পটুয়াখালীগামী সবজিবোঝাই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবুল কাশেম বলেন, ‘ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে