Ajker Patrika

নলছিটিতে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের নলছিটি জিরো পয়েন্ট ও খেজুরতলার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন থ্রি-হুইলারে থাকা অপর যাত্রী ও চালক।

নিহত ব্যক্তির নাম মো. বাকিয়ার মোল্লা (৪৫)। তিনি লেবুখালী ক্যান্টনমেন্টে বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক পটুয়াখালীর লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত মো. আরিফুল ইসলামকে বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিএমএইচে স্থানান্তর করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসা একটি ট্রাক ও বরিশাল থেকে পটুয়াখালীগামী সবজিবোঝাই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবুল কাশেম বলেন, ‘ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত