নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও ক্যাম্পাসের প্রাচীর অরক্ষিত বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাস অরক্ষিত থাকায় বহিরাগতদের হামলায় আয়াত ও মুকুলের মতো অনেকে পঙ্গু হয়েছেন অতীতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাডেমিক কার্যক্রম চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, র্যাগিং ও ইভ টিজিং নিষিদ্ধ করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রদের শেরে বাংলা হলের পেছনে একটি পকেট গেট আছে। সেখান থেকে যে কেউ ঢুকতে পারে। এ ছাড়া শেখ হাসিনা হল ও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলসংলগ্ন প্রাচীরের নিচে ফাঁকা রয়েছে। সেখানকার নালা পেরিয়ে দুর্বৃত্তরা ছাত্রীদের এ দুটি হলের মধ্যে ঢুকতে পারে। অতীতে এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
এমনকি বিশ্ববিদ্যালয়ের চারটি গেট দিয়েও বহিরাগতরা হরহামেশাই ঢুকছে। এর আগে এসব স্থান দিয়ে বহিরাগতরা ঢুকে আয়াত ও মুকুলসহ কয়েক শিক্ষার্থীকে পঙ্গু করে দেওয়ার ঘটনার কথাও জানান তাঁরা।
এ বিষয়ে শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সুজয় শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত অঙ্গন থাকবে এটাই তাঁদের দাবি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখতে একজন বাবা তাঁর সন্তানকে, সন্তান তাঁর মাকে নিয়ে ক্যাম্পাসে আসবে এটাই স্বাভাবিক। তবে মাদকসেবীদের নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্যাম্পাস যাতে অরক্ষিত না থাকে তা নিশ্চিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আমিত হাসান রক্তিম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও বহিরাগতদের হামলায় ছাত্ররা পঙ্গু পর্যন্ত হয়েছে। কিন্তু ববি প্রশাসন তখন কোনো উদ্যোগ নেয়নি। এ জন্য এই পদক্ষেপে সাধুবাদ জানাই। তবে ক্যাম্পাসে একটি খোলা পকেট গেট আছে।’ তিনি গোটা ক্যাম্পাস শতভাগ সুরক্ষিত রাখার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে শিক্ষা গ্রহণ করতে পারে তার অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা ছাড়াও ক্যাম্পাসের প্রাচীর কোথাও উন্মুক্ত আছে কি না তা খতিয়ে দেখবেন। এসব বিষয়ে ববি প্রশাসন সোচ্চার।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও ক্যাম্পাসের প্রাচীর অরক্ষিত বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাস অরক্ষিত থাকায় বহিরাগতদের হামলায় আয়াত ও মুকুলের মতো অনেকে পঙ্গু হয়েছেন অতীতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাডেমিক কার্যক্রম চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, র্যাগিং ও ইভ টিজিং নিষিদ্ধ করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রদের শেরে বাংলা হলের পেছনে একটি পকেট গেট আছে। সেখান থেকে যে কেউ ঢুকতে পারে। এ ছাড়া শেখ হাসিনা হল ও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলসংলগ্ন প্রাচীরের নিচে ফাঁকা রয়েছে। সেখানকার নালা পেরিয়ে দুর্বৃত্তরা ছাত্রীদের এ দুটি হলের মধ্যে ঢুকতে পারে। অতীতে এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
এমনকি বিশ্ববিদ্যালয়ের চারটি গেট দিয়েও বহিরাগতরা হরহামেশাই ঢুকছে। এর আগে এসব স্থান দিয়ে বহিরাগতরা ঢুকে আয়াত ও মুকুলসহ কয়েক শিক্ষার্থীকে পঙ্গু করে দেওয়ার ঘটনার কথাও জানান তাঁরা।
এ বিষয়ে শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সুজয় শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত অঙ্গন থাকবে এটাই তাঁদের দাবি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখতে একজন বাবা তাঁর সন্তানকে, সন্তান তাঁর মাকে নিয়ে ক্যাম্পাসে আসবে এটাই স্বাভাবিক। তবে মাদকসেবীদের নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্যাম্পাস যাতে অরক্ষিত না থাকে তা নিশ্চিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আমিত হাসান রক্তিম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও বহিরাগতদের হামলায় ছাত্ররা পঙ্গু পর্যন্ত হয়েছে। কিন্তু ববি প্রশাসন তখন কোনো উদ্যোগ নেয়নি। এ জন্য এই পদক্ষেপে সাধুবাদ জানাই। তবে ক্যাম্পাসে একটি খোলা পকেট গেট আছে।’ তিনি গোটা ক্যাম্পাস শতভাগ সুরক্ষিত রাখার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে শিক্ষা গ্রহণ করতে পারে তার অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা ছাড়াও ক্যাম্পাসের প্রাচীর কোথাও উন্মুক্ত আছে কি না তা খতিয়ে দেখবেন। এসব বিষয়ে ববি প্রশাসন সোচ্চার।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে