নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শাম্মী আহমেদের ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাঁর আপিলের শুনানি হবে।
এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়েন আওয়ামী লীগের এ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। এ-সংক্রান্ত তাঁর আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।
তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার আর সুযোগ নেই।
গত ৩০ নভেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. শাম্মী আহমেদ। একই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটাই চুপ থাকলেও শেষ দিকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ নাথ।
এরপর তিনি ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। পরে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শাম্মীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ বিষয়ে ড. শাম্মী আহমেদ বলেন, তিনি গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় পদ হারান পঙ্কজ নাথ। একই সঙ্গে দলের মনোনয়ন বঞ্চিত হন। আসনটিতে মনোনয়ন পান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শাম্মী আহমেদের ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাঁর আপিলের শুনানি হবে।
এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়েন আওয়ামী লীগের এ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। এ-সংক্রান্ত তাঁর আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।
তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার আর সুযোগ নেই।
গত ৩০ নভেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. শাম্মী আহমেদ। একই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটাই চুপ থাকলেও শেষ দিকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ নাথ।
এরপর তিনি ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। পরে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শাম্মীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ বিষয়ে ড. শাম্মী আহমেদ বলেন, তিনি গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় পদ হারান পঙ্কজ নাথ। একই সঙ্গে দলের মনোনয়ন বঞ্চিত হন। আসনটিতে মনোনয়ন পান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে