Ajker Patrika

রুহিতার চরের সীমানা নির্ধারণ চেয়ে মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
রুহিতার চরের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রুহিতার চরের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের নাগরিকেরা। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমানভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান-ডালসহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তাঁরা অভিযোগ করেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, বেতাগীর বেশ কয়েকটি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। মূলত রুহিতার চরের অংশটি বেতাগী মৌজার মধ্যে পড়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি না বুঝে জোরজবরদস্তি করে চরটি দখলে নিতে চায়। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আগামী ঈদের পর দুই উপজেলার পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সীমানা নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন। সীমানা নির্ধারণ হলেই বিরোধ নিষ্পত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত