পিরোজপুর প্রতিনিধি

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুরে রাকীবুল হাসানের (৩০) লাশের পরিবর্তে এল একই সঙ্গে নিহত কুমিল্লার সাইফুল ইসলামের লাশ। লাশের বক্সের গায়ে নামের ভুলের কারণে অন্যজনের লাশ নিয়ে এসেছেন বলে জানায় প্রবাসী রাকীবুলের পরিবার।
রাকীবুল হাসান পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের আ. মালেক শেখের ছেলে।
প্রায় এক বছর আগে রাকীবুল হাসান চাকরির আশায় ওমানে পাড়ি জমান। রাকীবের ছয় মাসের জমজ শিশুসহ তিন কন্যা সন্তান রয়েছে। আজ বুধবার বিকেল ৫টার পর রাকিবের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
রাকীবুলের বাবা আ. মালেক শেখ জানান, গত ৬ এপ্রিল ওমান শহরে ট্রাক দুর্ঘটনায় নিহত হন রাকীবুল হাসান ও কুমিল্লার সাইফুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকা বিমান বন্দর থেকে কফিনে ঢাকা রাকীবের মৃতদেহ ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়ি পিরোজপুরে আনা হয়। এ সময় রাকিবের বাড়ির লোকজন কফিন খোলার পর অন্য একজনের লাশ দেখতে পান।
পরে খোঁজ নিয়ে জানাতে পারেন, নিহত রাকীবুল হাসানের সঙ্গে ওমান শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের লাশ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের সময় রাকিবের লাশ সাইফুলের পরিবারের এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে আসে।
রাকীবের বাবার অভিযোগ, নাম দেখে তারা লাশ নিয়ে যান। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে তাঁদের পরিবারকে এই হয়রানীর শিকার হতে হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিবারকে আশ্বস্থ করা হয়েছে। পরে তাৎক্ষনিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠান হয়েছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুরে রাকীবুল হাসানের (৩০) লাশের পরিবর্তে এল একই সঙ্গে নিহত কুমিল্লার সাইফুল ইসলামের লাশ। লাশের বক্সের গায়ে নামের ভুলের কারণে অন্যজনের লাশ নিয়ে এসেছেন বলে জানায় প্রবাসী রাকীবুলের পরিবার।
রাকীবুল হাসান পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের আ. মালেক শেখের ছেলে।
প্রায় এক বছর আগে রাকীবুল হাসান চাকরির আশায় ওমানে পাড়ি জমান। রাকীবের ছয় মাসের জমজ শিশুসহ তিন কন্যা সন্তান রয়েছে। আজ বুধবার বিকেল ৫টার পর রাকিবের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
রাকীবুলের বাবা আ. মালেক শেখ জানান, গত ৬ এপ্রিল ওমান শহরে ট্রাক দুর্ঘটনায় নিহত হন রাকীবুল হাসান ও কুমিল্লার সাইফুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকা বিমান বন্দর থেকে কফিনে ঢাকা রাকীবের মৃতদেহ ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়ি পিরোজপুরে আনা হয়। এ সময় রাকিবের বাড়ির লোকজন কফিন খোলার পর অন্য একজনের লাশ দেখতে পান।
পরে খোঁজ নিয়ে জানাতে পারেন, নিহত রাকীবুল হাসানের সঙ্গে ওমান শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের লাশ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের সময় রাকিবের লাশ সাইফুলের পরিবারের এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে আসে।
রাকীবের বাবার অভিযোগ, নাম দেখে তারা লাশ নিয়ে যান। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে তাঁদের পরিবারকে এই হয়রানীর শিকার হতে হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিবারকে আশ্বস্থ করা হয়েছে। পরে তাৎক্ষনিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠান হয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে