
পিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে।
সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, ‘আমি তাঁদের নিষেধ করলেও তাঁরা আমার কথা শুনছেন না।’
হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘যেখান থেকে লোহার সেতু খুলে নেওয়া হয়, সেটির পাশে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কালভার্ট হওয়ায় সেখানকার সেতু খুলে ফেলা হয়েছে। ঠিকাদার নজরুল ইসলামকে সেতু মালামাল ইউনিয়ন পরিষদে জমা দিতে বলেছি। কিন্তু তিনি আমাকে সেই সেতুর মালামালের হিসাব জমা দেননি। কাওসার ওই সেতুর মালামাল চেয়েছিলেন। আমি বলেছি, কোনো বরাদ্দ ছাড়া সরকারি সেতুর মালামাল দেওয়া সম্ভব না। এখন তাঁরা আমার কথা না শুনলে আমি কী করব।’
জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেহাংগল গ্রামে আফসার মাস্টারের বাড়ির পাশে ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ পায় এশা এন্টারপ্রাইজ। সেখানে সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের নবনির্মিত একটি লোহার সেতু ছিল। কালভার্টের কাজ শুরু করলে সেই সেতুর পাটাতন, অ্যাঙ্গেল ও খুঁটি খুলে রাখা হয় কালভার্টের পাশে। স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে কাওসার নামে একজন সেই সেতুর সম্পূর্ণ মালামাল নিয়ে কাছেই তাঁর বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণ করছে।

পরিত্যক্ত সরকারি সেতুর লোহা খুলে নেওয়ার অভিযোগের বিষয়ে কাওসার হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান হুমাউন কবির ব্যাপারী সেতুর মালামাল নিতে বলেছেন। তাই এই মালামাল নিয়ে আমার বাসার সামনে সেতুটি নির্মাণ করছি। স্থানীয় মুন্না নামের এক বড় ভাইয়ের সহায়তায় সেতুটি নির্মাণ করছি।’ ইউনিয়ন পরিষদের সেতুর মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কি না, জানতে চাইলে কাওসার কোনো উত্তর দেননি।
কাজের ঠিকাদার মো. নজরুল ইসলাম বলেন, ‘কালভার্টের পাশেই আগের সেতুর মালামাল রেখেছি। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। ইউপি চেয়ারম্যান হুমাউন কবিরের সামনে বসে কাওসার মিয়া ওই পুলের সব মালামাল নিয়ে গেছেন।’
নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মাহামুদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিষদের সচিবকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে