নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
১ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে