নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।
অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪১ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে