পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। তবে ওই শিক্ষিকা ‘ভুলবশত’ কাজটি করেছেন বলে বিষয়টি স্বীকার করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার এ ঘটনা ঘটেছে সদর উপজেলার ১১৩ নম্বর পূর্ব শিকদার মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা হলেন বিউটি রানী এদবর। তিনি পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকদার মল্লিক গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থী হলো মারিয়া আক্তার (৯)। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মারিয়া নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উদয় তার গ্রামের মো. মামুন ব্যাপারীর মেয়ে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়া আক্তার জানায়, ‘বিউটি ম্যাডাম ক্লাসে এসে আমার কাছে পড়া জিজ্ঞেস করে। আমি ম্যাডামকে ওই দিনের পড়া বলে দেই। তখন আমাদের ক্লাসের এক ছাত্রী বলে-ম্যাডাম আপনি যে পড়া দিছিলেন মারিয়া সেটা না পড়ে, কড়ি খেলছে। তাই ম্যাডাম আমাকে ডাস্টার দিয়ে পেটায়। তখন আমার হাত ভেঙে যায়।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিতোষ আজকের পত্রিকাকে বলেন, মারিয়ার বাম হাতে ফ্র্যাকচার হয়েছে। তাই তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কমপক্ষে ১৪ থেকে ৩০ দিন ব্যান্ডেজ অবস্থায় রাখতে হবে। নিয়ম মেনে চললে নির্ধারিত টাইমে ঠিক হবে বলে আশা করা যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিউটি রানী এদবর ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর কোনো দিন এমন হবে না।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার পথে আমার এক শিক্ষক মোবাইলে বিষয়টি আমাকে জানান। পরে আমি ওই ম্যাডামকে ঘটনাটি জিজ্ঞেস করলে সে জানায়-শিক্ষার্থী মারিয়াকে ক্লাসের পড়া লিখতে বললে, সে লিখতে না পারায় তাকে ডাস্টার দিয়ে মার দেন। আর এতে মারিয়ার হাত ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি আজ সকালে স্কুলে আসার পথে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিয়ে এসেছি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ কান্তিকে ওই বিদ্যালয়ে পাঠিয়েছি। তিনি এসে আমাকে লিখিত প্রতিবেদন দিলে, আমি ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বিদ্যালয়ে আমার শিক্ষা অফিসার (এটিও) সাহেব গিয়েছিলেন। তিনি রিপোর্ট দিলে আমি দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেব।’

পিরোজপুরে শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। তবে ওই শিক্ষিকা ‘ভুলবশত’ কাজটি করেছেন বলে বিষয়টি স্বীকার করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার এ ঘটনা ঘটেছে সদর উপজেলার ১১৩ নম্বর পূর্ব শিকদার মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা হলেন বিউটি রানী এদবর। তিনি পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকদার মল্লিক গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থী হলো মারিয়া আক্তার (৯)। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মারিয়া নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উদয় তার গ্রামের মো. মামুন ব্যাপারীর মেয়ে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়া আক্তার জানায়, ‘বিউটি ম্যাডাম ক্লাসে এসে আমার কাছে পড়া জিজ্ঞেস করে। আমি ম্যাডামকে ওই দিনের পড়া বলে দেই। তখন আমাদের ক্লাসের এক ছাত্রী বলে-ম্যাডাম আপনি যে পড়া দিছিলেন মারিয়া সেটা না পড়ে, কড়ি খেলছে। তাই ম্যাডাম আমাকে ডাস্টার দিয়ে পেটায়। তখন আমার হাত ভেঙে যায়।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিতোষ আজকের পত্রিকাকে বলেন, মারিয়ার বাম হাতে ফ্র্যাকচার হয়েছে। তাই তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কমপক্ষে ১৪ থেকে ৩০ দিন ব্যান্ডেজ অবস্থায় রাখতে হবে। নিয়ম মেনে চললে নির্ধারিত টাইমে ঠিক হবে বলে আশা করা যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিউটি রানী এদবর ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর কোনো দিন এমন হবে না।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার পথে আমার এক শিক্ষক মোবাইলে বিষয়টি আমাকে জানান। পরে আমি ওই ম্যাডামকে ঘটনাটি জিজ্ঞেস করলে সে জানায়-শিক্ষার্থী মারিয়াকে ক্লাসের পড়া লিখতে বললে, সে লিখতে না পারায় তাকে ডাস্টার দিয়ে মার দেন। আর এতে মারিয়ার হাত ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি আজ সকালে স্কুলে আসার পথে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিয়ে এসেছি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ কান্তিকে ওই বিদ্যালয়ে পাঠিয়েছি। তিনি এসে আমাকে লিখিত প্রতিবেদন দিলে, আমি ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বিদ্যালয়ে আমার শিক্ষা অফিসার (এটিও) সাহেব গিয়েছিলেন। তিনি রিপোর্ট দিলে আমি দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে