Ajker Patrika

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

বরিশালের মুলাদীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রমজান প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রমজান প্রতিদিন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পথে দাঁড়িয়ে থাকত। বিভিন্ন সময় ছাত্রীদের অশালীন কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। আজ পুলিশ সদস্যরা সাদা পোশাকে বিদ্যালয় সামনে অবস্থান নেন এবং রমজান প্যাদাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে বখাটেদের আড্ডা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। এর পরেও ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত