পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ আল খারিজ সড়কের আজিজিয়ার দিকে রাবেয়া হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৌদিপ্রবাসী পাথরঘাটার আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ১০ বছর ধরে সৌদির একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়িতে এসে মার্চ মাসে আবার সৌদিতে যান। তাঁর ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহত সুলতান হাওলাদারের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, কয়েক দিন আগে তাঁর হার্নিয়া অপারেশন হয়েছে। গতকাল দুপুরে ড্রেসিং করার জন্য হাসপাতালে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাত ১১টার দিকে সৌদি আরব থেকে ফোন করে জানানো হয়, সুলতান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ দেশে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
স্থানীয় ও সৌদি পুলিশের বরাতে সৌদিপ্রবাসী আব্দুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের বিপরীত দিক থেকে রাস্তা পার হয়ে হাসপাতালে প্রবেশের সময় তাঁকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ নিয়ে হিমঘরে রাখে। সুলতান একটি মিসরীয় কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর কথা চলছে।

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ আল খারিজ সড়কের আজিজিয়ার দিকে রাবেয়া হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৌদিপ্রবাসী পাথরঘাটার আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ১০ বছর ধরে সৌদির একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়িতে এসে মার্চ মাসে আবার সৌদিতে যান। তাঁর ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহত সুলতান হাওলাদারের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, কয়েক দিন আগে তাঁর হার্নিয়া অপারেশন হয়েছে। গতকাল দুপুরে ড্রেসিং করার জন্য হাসপাতালে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাত ১১টার দিকে সৌদি আরব থেকে ফোন করে জানানো হয়, সুলতান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ দেশে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
স্থানীয় ও সৌদি পুলিশের বরাতে সৌদিপ্রবাসী আব্দুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের বিপরীত দিক থেকে রাস্তা পার হয়ে হাসপাতালে প্রবেশের সময় তাঁকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ নিয়ে হিমঘরে রাখে। সুলতান একটি মিসরীয় কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর কথা চলছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে