
নির্বাচিত কমিটি দখলের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন আওয়ামী ও বামপন্থী আইনজীবীরা। একই সঙ্গে বার্ষিক ভোজ, বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতাসহ সমিতির কোনো কার্যক্রমে অংশ নেবেন না তাঁরা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি বরিশাল আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করে বিএনপিপন্থী আইনজীবীরা। এতে গত নির্বাচনে পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে জয়ী ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক, ১৩ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন পর্যন্ত ওই কমিটি দায়িত্ব পালনের কথা বলা হয়।
জানতে চাইলে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী লস্কর নুরুল হক বলেন, ‘গত বছরের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি পদে জয়ী হয়।
গত ১ জানুয়ারি বিএনপিপন্থী আইনজীবীরা অবৈধভাবে জরুরি সভার নামে গত নির্বাচনে পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে জয়ী ঘোষণা করে কমিটি দখল করেছে। নির্বাচিত নির্বাচন কমিশনও দখল করে বিএনপির আইনজীবীদের বসানো হয়। এর প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আইনজীবীরা সমিতির সকল কার্যক্রম বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।’
গণতান্ত্রিক আইনজীবী সমিতির উপদেষ্টা প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যল বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা সমিতিকে কলঙ্কিত করেছে। বর্তমান দখলবাজ কমিটির অধীনে কোনো কার্যক্রমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আইনজীবীরা অংশ নেবে না।’
এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসীন মন্টু বলেন, ‘কেউ যদি ওকালতি করতে না চায়, সেটা তাদের ব্যাপার। বিএনপি আইনজীবী সমিতি দখল করেনি। গঠনতন্ত্র অনুযায়ী চার–পাঁচ শ আইনজীবীর উপস্থিতিতে দায়িত্ব নেওয়া হয়েছে। এখন অন্ধকারে বসে বয়কট করলে তা আইনজীবীরা গ্রহণ করবে না।’
ফোরামের আরেক নেতা আইনজীবী সাদিকুর রহমান লিংকন বলেন, ‘গত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি করে তাদের পরাজিত দেখানো হয়। ফলাফল ঘোষণার পর তারা প্রতিবাদ করেছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরে সমিতির স্বার্থে পরবর্তী নির্বাচন পর্যন্ত সকলে অবৈধ কমিটি বহাল থাকার পক্ষে ছিলেন। তবে আওয়ামীপন্থীরা এই কমিটিকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠে।
‘এতে ক্ষুব্ধ সব আইনজীবী একত্রিত হয়ে ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তাঁদের বিজয়ী ঘোষণা করেছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন–পরবর্তী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২১ মিনিট আগে