নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
গ্রেপ্তার ব্যক্তির নাম–মো. শাকিল আহমেদ, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মো. তরিকুল ইসলাম রনি (৩৪) নামে এক ভুক্তভোগী কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক মো. শাকিল আহমেদ নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে করপোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এভাবে বিভিন্ন কিস্তিতে নগদ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মো. তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবিতে মামলাটি স্থানান্তরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রতারক মো. শাকিল আহমেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অনেকেই ডিবি পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে জানান, প্রতারক নিজেকে কখনো প্রধান মন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, কখনো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করে পুলিশ।

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
গ্রেপ্তার ব্যক্তির নাম–মো. শাকিল আহমেদ, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মো. তরিকুল ইসলাম রনি (৩৪) নামে এক ভুক্তভোগী কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক মো. শাকিল আহমেদ নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে করপোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এভাবে বিভিন্ন কিস্তিতে নগদ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মো. তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবিতে মামলাটি স্থানান্তরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রতারক মো. শাকিল আহমেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অনেকেই ডিবি পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে জানান, প্রতারক নিজেকে কখনো প্রধান মন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, কখনো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’
জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করে পুলিশ।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে