
পিরোজপুরের এক স্কুলছাত্র ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, নিহতের মোবাইল ফোন শ্রেণিকক্ষে চুরি হওয়ায় তার এক সহপাঠীকে জরিমানা করেন শিক্ষক। সেই ক্ষোভ থেকে সহপাঠী কিশোর ওই স্কুলছাত্রের ওপর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এর পর থেকে সে চিকিৎসাধীন ছিল।
গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। সে উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ওই স্কুলছাত্র শ্রেণিকক্ষে একটি মোবাইল ফোন নিয়ে যায়। মোবাইলটি তার সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে চুরি করেছে বলে সন্দেহ করে। মোবাইল চুরির বিষয়টি শ্রেণিশিক্ষক আবুল হোসেনের কাছে ওই ছাত্র অভিযোগ করে।
একপর্যায়ে শ্রেণিশিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে নিহত স্কুলছাত্রের সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রের ওপর তার সহপাঠী ক্ষুব্ধ হয়।
নিহতের পরিবারের দাবি, ওই ঘটনার জেরে সেপ্টেম্বর জরিমানা করা কিশোর তার কয়েকজন সহযোগী নিয়ে স্কুলছাত্রকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
নিহতের চাচা বলেন, তাঁর ভাতিজার সহপাঠী মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রেণিশিক্ষক আবুল হোসেন বলেন, ‘স্কুলছাত্রের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে তার সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দিই। পরে ওই স্কুলছাত্রকে কে বা কারা মেরেছে, তা আমার জানা নেই।’
ঘটনার পর থেকে অভিযুক্ত সহপাঠী ও তার পরিবারের সদস্যদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই স্কুলছাত্র গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ এখানো ঢাকা থেকে আনা হয়নি। মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করে আজ শুক্রবার ভান্ডারিয়ায় নিয়ে আসা হবে বলে জেনেছি।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে