প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে সরকারি হাসপাতালে কোনো আইসিইউ চালু হয়নি। বেসরকারি একটি হাসপাতালে চারটি আইসিইউ শয্যা থাকলেও সেগুলো খালি পড়ে আছে। লোকবলের অভাবে দীর্ঘদিন ধরেই অবশ্য শয্যাগুলো অব্যবহৃত। যদিও আইসিইউ সাপোর্টের অভাবে প্রতিদিন কোভিডসহ অন্যান্য জটিল রোগে গুরুতর অসুস্থ রোগীকে কুমিল্লা কিংবা ঢাকা নিতে হচ্ছে। পথিমধ্যে মারা যাচ্ছেন অনেকে। আইসিইউর অভাবে স্থানীয় হাসপাতালেও মৃত্যুর ঘটনা ঘটছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের হাসপাতালগুলোতে রোগী ভর্তি ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত চাঁদপুরে কোভিড রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ১৪৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯২ জন। জেলায় গতকাল ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে জেলায় একটিও সক্রিয় আইসিইউ শয্যা না থাকায় মৃত্যু ঝুঁকি বাড়ছে।
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত বেসরকারি হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি আইসিইউ রয়েছে। কয়েক বছর আগে হাসপাতালটি চালুর পর আইসিইউ শয্যাগুলোও চালু ছিল। কিন্তু প্রয়োজনীয় দক্ষ চিকিৎসক ও নার্সের অভাবে দীর্ঘদিন ধরে ইউনিটটি। মূল্যবান যন্ত্রপাতি, করোনার ক্রান্তিকালে মানুষের উপকারে আসছে না।
এ ব্যাপারে হানী ছিদ্দীক মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এখানে ঢাকা থেকে প্রশিক্ষিত ডাক্তার ও নার্স এনে আইসিইউ চালু করেছিলাম। কিন্তু তাঁরা চাকরি ছেড়ে চলে যাওয়ার পর আইসিইউ চালু করা যাচ্ছে না। বর্তমান করোনা পরিস্থিতিতে চাঁদপুরের জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যদি আগ্রহ দেখায় এবং প্রশিক্ষিত ডাক্তার–নার্সের ব্যবস্থা করে দেয় তাহলে যে কোনো সময় আইসিইউ সেবা চালু করা যেতে পারে।
ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কোনো লাভ দেওয়ার দরকার নেই। শুধু প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থা করলেই চলবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনার রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে চিকিৎসক–নার্সের সংকট তীব্র আকার ধারণ করেছে। আর আইসিইউ পরিচালনার মতো চিকিৎসক ও নার্স খুব কম। তাই এই মুহূর্তে হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে কোনো জনবল দেওয়ার সুযোগ নেই। তবে বিকল্প কোনো উপায়ে বেসরকারি এই হাসপাতালের আইসিইউ চালু করার সুযোগ আছে কি–না তা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে সিভিল সার্জন বলেন, চাঁদপুর সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর মতো প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল নেই। সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার মতো পরিস্থিতিও নেই। তাই আপাতত সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চাচ্ছি, সদর হাসপাতালের লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালুর পর শয্যা বাড়াতে।

চাঁদপুরে সরকারি হাসপাতালে কোনো আইসিইউ চালু হয়নি। বেসরকারি একটি হাসপাতালে চারটি আইসিইউ শয্যা থাকলেও সেগুলো খালি পড়ে আছে। লোকবলের অভাবে দীর্ঘদিন ধরেই অবশ্য শয্যাগুলো অব্যবহৃত। যদিও আইসিইউ সাপোর্টের অভাবে প্রতিদিন কোভিডসহ অন্যান্য জটিল রোগে গুরুতর অসুস্থ রোগীকে কুমিল্লা কিংবা ঢাকা নিতে হচ্ছে। পথিমধ্যে মারা যাচ্ছেন অনেকে। আইসিইউর অভাবে স্থানীয় হাসপাতালেও মৃত্যুর ঘটনা ঘটছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের হাসপাতালগুলোতে রোগী ভর্তি ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত চাঁদপুরে কোভিড রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ১৪৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯২ জন। জেলায় গতকাল ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে জেলায় একটিও সক্রিয় আইসিইউ শয্যা না থাকায় মৃত্যু ঝুঁকি বাড়ছে।
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত বেসরকারি হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি আইসিইউ রয়েছে। কয়েক বছর আগে হাসপাতালটি চালুর পর আইসিইউ শয্যাগুলোও চালু ছিল। কিন্তু প্রয়োজনীয় দক্ষ চিকিৎসক ও নার্সের অভাবে দীর্ঘদিন ধরে ইউনিটটি। মূল্যবান যন্ত্রপাতি, করোনার ক্রান্তিকালে মানুষের উপকারে আসছে না।
এ ব্যাপারে হানী ছিদ্দীক মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এখানে ঢাকা থেকে প্রশিক্ষিত ডাক্তার ও নার্স এনে আইসিইউ চালু করেছিলাম। কিন্তু তাঁরা চাকরি ছেড়ে চলে যাওয়ার পর আইসিইউ চালু করা যাচ্ছে না। বর্তমান করোনা পরিস্থিতিতে চাঁদপুরের জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যদি আগ্রহ দেখায় এবং প্রশিক্ষিত ডাক্তার–নার্সের ব্যবস্থা করে দেয় তাহলে যে কোনো সময় আইসিইউ সেবা চালু করা যেতে পারে।
ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কোনো লাভ দেওয়ার দরকার নেই। শুধু প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থা করলেই চলবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনার রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে চিকিৎসক–নার্সের সংকট তীব্র আকার ধারণ করেছে। আর আইসিইউ পরিচালনার মতো চিকিৎসক ও নার্স খুব কম। তাই এই মুহূর্তে হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে কোনো জনবল দেওয়ার সুযোগ নেই। তবে বিকল্প কোনো উপায়ে বেসরকারি এই হাসপাতালের আইসিইউ চালু করার সুযোগ আছে কি–না তা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে সিভিল সার্জন বলেন, চাঁদপুর সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর মতো প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল নেই। সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার মতো পরিস্থিতিও নেই। তাই আপাতত সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চাচ্ছি, সদর হাসপাতালের লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালুর পর শয্যা বাড়াতে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে