আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’
ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’

সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’
ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে