নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় আদালত গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দ্রুত বিচার আইনের এ মামলার প্রধান আসামি গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি থানা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। গত মঙ্গলবার আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরের ফকির বাড়ি সড়কে জাপা কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনার পর তাঁরা থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
জলিল জানান, আজ বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি কাগজপত্র গ্রহণ করেছেন।
মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।’
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।’
প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় আদালত গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দ্রুত বিচার আইনের এ মামলার প্রধান আসামি গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি থানা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। গত মঙ্গলবার আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরের ফকির বাড়ি সড়কে জাপা কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনার পর তাঁরা থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
জলিল জানান, আজ বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি কাগজপত্র গ্রহণ করেছেন।
মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।’
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।’
প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে