মো. খায়রুল ইসলাম, গৌরনদী

কাশ্মীরি জাতের কুল চাষে সফলতা পেয়েছেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক ফেরদাউজ। তাঁর সফলতায় আরও চাষি আগ্রহী হয়ে উঠেছেন এই জাতের কুল চাষে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া বিদেশি জাতের এই কুল চাষের উপযোগী হওয়ায় সাফল্য পেয়েছেন ফেরদাউজ। আগামীতে এই অঞ্চলে কুল চাষ আরও বাড়ার আশা করছেন তাঁরা।
খাঞ্জাপুর গ্রামের কুল চাষি ফেরদাউজ হাওলাদার জানান, ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ। বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। সাত মাস আগে কুল চাষের প্রতি আগ্রহ থেকেই বিভিন্ন জায়গায় উন্নত কাশ্মীরি কুলের চারা খুঁজতে থাকেন। ফেরদাউজ বলেন, ‘অবশেষে বগুড়া থেকে উন্নত জাতের ৮২০টি কাশ্মীরি কুল চারা সংগ্রহ করি। পরে মাছের ঘেরের পাশে কুলের চারা রোপণ করি। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের ৪-৫ মাসের মধ্যেই ফুল আসতে শুরু করে।’ তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত তাঁর তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কাশ্মীরি কুল ও আপেল কুল আছে তাঁর বাগানে। প্রথম বছরেই গাছে যে ফলন হয়েছে এবং কলমের চারার বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে, তাতে খরচ বাদ দিয়ে এ বছরই লাভবান হতে পারবেন বলে আশা করছেন।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান জানান, উচ্চফলনশীল এসব কুল চাষ করে এ অঞ্চলের কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। এখানকার আবহাওয়া এ ধরনের কুল চাষের উপযোগী হওয়ায় সফলতা পাচ্ছেন কৃষকেরা।’

কাশ্মীরি জাতের কুল চাষে সফলতা পেয়েছেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক ফেরদাউজ। তাঁর সফলতায় আরও চাষি আগ্রহী হয়ে উঠেছেন এই জাতের কুল চাষে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া বিদেশি জাতের এই কুল চাষের উপযোগী হওয়ায় সাফল্য পেয়েছেন ফেরদাউজ। আগামীতে এই অঞ্চলে কুল চাষ আরও বাড়ার আশা করছেন তাঁরা।
খাঞ্জাপুর গ্রামের কুল চাষি ফেরদাউজ হাওলাদার জানান, ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ। বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। সাত মাস আগে কুল চাষের প্রতি আগ্রহ থেকেই বিভিন্ন জায়গায় উন্নত কাশ্মীরি কুলের চারা খুঁজতে থাকেন। ফেরদাউজ বলেন, ‘অবশেষে বগুড়া থেকে উন্নত জাতের ৮২০টি কাশ্মীরি কুল চারা সংগ্রহ করি। পরে মাছের ঘেরের পাশে কুলের চারা রোপণ করি। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের ৪-৫ মাসের মধ্যেই ফুল আসতে শুরু করে।’ তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত তাঁর তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কাশ্মীরি কুল ও আপেল কুল আছে তাঁর বাগানে। প্রথম বছরেই গাছে যে ফলন হয়েছে এবং কলমের চারার বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে, তাতে খরচ বাদ দিয়ে এ বছরই লাভবান হতে পারবেন বলে আশা করছেন।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান জানান, উচ্চফলনশীল এসব কুল চাষ করে এ অঞ্চলের কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। এখানকার আবহাওয়া এ ধরনের কুল চাষের উপযোগী হওয়ায় সফলতা পাচ্ছেন কৃষকেরা।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৫ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৯ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২৫ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩৫ মিনিট আগে