পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিষখালি ও বলেশ্বর নদীর জুড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু জেলেরা। এ তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পাথরঘাটা উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকায় জেলে পল্লীর শতাধিক নারী-পুরুষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মৎস্য বিভাগের মাঝিমাল্লা আহত হয়েছেন।
তাদের মধ্যে পাঁচজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
আহতদের মধ্যে মৎস অফিসের স্টাফ আবু বক্কর সিকদার, শ্রমিক মোহাম্মদ কামাল সিকদার, আলমগীর হাওলাদার, ফারুক আকন ও মোহাম্মদ রেজওয়ানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর নেতৃত্বে থানা-পুলিশ, কোস্টগার্ড, আনসার সদস্যসহ মৎস্য অফিসের শ্রমিকদের নিয়ে উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীতে মাছ ধরার অবৈধ জাল উদ্ধারের জন্য দুপুরের অভিযান চালাই। এ সময় উপজেলার পদ্মা স্লুইজের পশ্চিম পাশের খাল থেকে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার করা হয় এবং স্থানীয় জেলে বেল্লাল ফকিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বেলালের অবৈধ জালসহ অন্যান্য জেলেদের থেকে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করার জন্য দুপুর দেড়টার দিকে পদ্মা স্লুইজের পশ্চিম পাশে খালের উত্তর পাড়ে ওঠানো হলে, স্থানীয় জেলেরা উত্তেজিত হয়ে প্রশাসনের লোকদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাঁরা কচা দিয়ে হামলা চালায়। পরে পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান বলেন, ‘আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করানো হয়েছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। এদের একজনের মাথায় শাবল দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, ‘বঙ্গোপসাগরের মোহনা বিষখালি ও বলেশ্বর নদীর এলাকায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ কারেন্ট জাল, বেহুন্দী, ঘোপ, চর ঘেরাসহ ছোট ফাঁসের জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে। এগুলো বন্ধ করতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় জেলেরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, ‘নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জেলেরা তাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

বরগুনার পাথরঘাটায় বিষখালি ও বলেশ্বর নদীর জুড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু জেলেরা। এ তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পাথরঘাটা উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকায় জেলে পল্লীর শতাধিক নারী-পুরুষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মৎস্য বিভাগের মাঝিমাল্লা আহত হয়েছেন।
তাদের মধ্যে পাঁচজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
আহতদের মধ্যে মৎস অফিসের স্টাফ আবু বক্কর সিকদার, শ্রমিক মোহাম্মদ কামাল সিকদার, আলমগীর হাওলাদার, ফারুক আকন ও মোহাম্মদ রেজওয়ানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর নেতৃত্বে থানা-পুলিশ, কোস্টগার্ড, আনসার সদস্যসহ মৎস্য অফিসের শ্রমিকদের নিয়ে উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীতে মাছ ধরার অবৈধ জাল উদ্ধারের জন্য দুপুরের অভিযান চালাই। এ সময় উপজেলার পদ্মা স্লুইজের পশ্চিম পাশের খাল থেকে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার করা হয় এবং স্থানীয় জেলে বেল্লাল ফকিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বেলালের অবৈধ জালসহ অন্যান্য জেলেদের থেকে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করার জন্য দুপুর দেড়টার দিকে পদ্মা স্লুইজের পশ্চিম পাশে খালের উত্তর পাড়ে ওঠানো হলে, স্থানীয় জেলেরা উত্তেজিত হয়ে প্রশাসনের লোকদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাঁরা কচা দিয়ে হামলা চালায়। পরে পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান বলেন, ‘আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করানো হয়েছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। এদের একজনের মাথায় শাবল দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, ‘বঙ্গোপসাগরের মোহনা বিষখালি ও বলেশ্বর নদীর এলাকায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ কারেন্ট জাল, বেহুন্দী, ঘোপ, চর ঘেরাসহ ছোট ফাঁসের জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে। এগুলো বন্ধ করতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় জেলেরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, ‘নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জেলেরা তাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১১ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৫ মিনিট আগে