Ajker Patrika

বরিশালে ২১ বস্তা পলিথিন জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জব্দ করা পলিথিন। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা পলিথিন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীর পলাশপুরে ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গলিতে গতকাল মঙ্গলবার মধ্য রাতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ২১ বস্তা (২১৫০ কেজি) অবৈধ পলিথিনসহ আক্কাস হাওলাদার নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটকৃত পলিথিন ব্যবসায়ী মো. আক্কাস হাওলাদর নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৩ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আ. হামিদ হাওলাদারের ছেলে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮ এর মিডিয়া সেল।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পলাশপুরে আক্কাস হাওলাদারের তালাবদ্ধ ঘরে অভিযান পরিচালনা করে ২১ বস্তা (২১৫০ কেজি) অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য ৫ লাখ টাকা। আক্কাস দীর্ঘদিন ধরেই বাড়িতে পলিথিন রেখে বরিশাল নগরীর বিভিন্ন বাজারে ও দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছিল।

বরিশাল র‍্যাব-৮ মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তর আক্কাস হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ পলিথিনসহ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‍্যাব জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত