
বরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবও বন্ধ রয়েছে, এমনকি সেটি সচল কি না তা-ও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার জানান, পিসিআর ল্যাব চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে টেকনিক্যালপারসন পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, মানসিক ওয়ার্ডে চালু হওয়া করোনা ইউনিটে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী চিকিৎসা নিতে পারবেন। তবে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি। এর মধ্যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সদর হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সাল থেকে ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে যন্ত্রপাতি সচল আছে কি না তা না চালিয়ে বলা সম্ভব নয়। এ ছাড়া কিটসংকটের পাশাপাশি ল্যাবে নেই টেকনিশিয়ান ও নমুনা সংগ্রহকারীর পর্যাপ্ততা। এসব সমস্যা সমাধান না করে ল্যাব চালু সম্ভব নয়।
প্রসঙ্গত, করোনা পরীক্ষার জন্য ২০২০ সালের এপ্রিলে চালু হয়েছিল বরিশালের পিসিআর ল্যাব। তখন প্রতিদিন ২০০টির বেশি নমুনা পরীক্ষা করা হতো।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে