আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’

বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে