Ajker Patrika

বরগুনায় ২০০টি ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা আটক

বরগুনা প্রতিনিধি
বরগুনায় ২০০টি ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা আটক
মো. ওসমান গনী। ছবি: সংগৃহীত

বরগুনার বামনায় ইয়াবা বড়ি বিক্রেতা স্বামীকে ধরতে না পেরে তাঁর স্ত্রীসহ আরও একজনকে আটক করেছে বামনা থানা-পুলিশ। আটককৃতরা হলেন সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের পুত্রবধূ হেনারা বেগম (৩৫) এবং কক্সবাজার জেলার ফকিরের হাট থানার মো. আবুল কাসেমের ছেলে মো. ওসমান গনী (৪৩)।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

থানা সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ইয়াবা সম্রাট নামে খ্যাত খোকন চৌকিদারের বাসায় বড় ধরনের একটি ইয়াবা চালান ঢুকেছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে খোকন কৌশলে পালিয়ে যান। এ সময় ওই বাড়িতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা মো. ওসমান গনীর কাছ থেকে ১৫০টি ও খোকনের স্ত্রী হেনারা বেগমের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে এই দুজনকে আটক করে বামনা থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আজ মঙ্গলবার বরগুনা আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত