রুদ্র রুহান, বরগুনা

বরগুনার আমতলীতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার আমতলীতে যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগ উঠেছে। যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, আমতলী পৌরসভার ইজারাদাররা বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের আমতলীতে যানবাহন থামিয়ে টোল আদায় করা হয়। তবে পৌর মেয়রের দাবি, সড়ক-মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের জন্য নিষেধ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সরেজমিনে আমতলী পৌর শহরের নতুন বাজার চৌরাস্তা ও সরকারি একে পাইলট হাই স্কুল সংলগ্ন চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে প্রতিটি যাত্রীবাহী বাস, পরিবহন বাস, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করা হচ্ছে।
বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের চলা বাস ‘মায়ের দোয়া’ পরিবহনের মালিক মো. আক্কাস বলেন, ‘আমাদের প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে পৌর টোল আদায় করা হয়। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যতগুলো বাস চলাচল করে সবার কাছ থেকেই টোল আদায় করছে আমতলী পৌরসভার টোল আদায়কারীরা।’
একই অভিযোগ ঢাকাগামী দূরপাল্লা রুটে চলাচলকারী পরিবহগুলোর কাউন্টার পরিচালকদের। ঢাকা কুয়াকাটা রুটের ‘সাকুরা’ পরিবহনের আমতলী কাউন্টারের পরিচালক আবু হানিফ গাজী বলেন, ‘এই রুটে চলে এমন প্রতিটি বাস থেকে আমতলী পৌরসভা টোল আদায় করছে। আমরা উচ্চ আদালতের নির্দেশনার কথা বললেও তারা শুনছে না। আমাদের কাছ থেকে বাধ্য করে টাকা আদায় করছে তারা।’
‘হানিফ’ পরিবহনের কাউন্টার পরিচালক সুমন মিয়া বলেন, ‘হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না শুনেছি। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিদিন আমতলী থেকে আমাদের দূরপাল্লার প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।’
একইভাবে আমতলীর উপজেলার অভ্যন্তরে চলাচলরত সকল ব্যাটারিচালিত ইজিবাইক, মাহেন্দ্রা, টমটম, পিকআপ, টেম্পো সহ ভাড়ায় চালিত প্রতিটি মোটরসাইকেল থেকে প্রতিদিন ১০ টাকা করে পৌর টোল আদায় করা হচ্ছে। ইজিবাইক চালক মো. সেলিম বলেন, ‘নতুন বাজার চৌরাস্তায় ও একে স্কুল চৌরাস্তায় দাঁড়িয়ে আমাদের গাড়ি প্রতি ১০ টাকা করে পৌর টোল আদায় করে পৌর কর্তৃপক্ষ।’
আমতলী পৌরসভার পৌর টোল আদায়কারী নিজাম উদ্দিন জানান, ‘টোল আদায় বন্ধ করার জন্য পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেয়নি। আমরা যথানিয়মে তাই পৌর টোল আদায় করছি। পৌরসভা থেকে যদি নিষেধ করা হয় তবে আমরা টোল আদায় বন্ধ রাখব।’
এ বিষয়ে আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান মোবাইলে বলেন, ‘টার্মিনালের বাইরে টোল আদায় করা যাবে না বলে আদায়কারীদের বলা হয়েছে। তবে পৌর শহরের মধ্যে বেশ কয়েকটি টমটম ও থ্রি-হুইলার মাহেন্দ্রা স্ট্যান্ড রয়েছে সেগুলো আমরা পৌরসভা থেকে স্বীকৃতি দিয়েছি। ওই সকল স্ট্যান্ড থেকে পৌরসভার টোল আদায় করা হচ্ছে।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে যে নির্দেশনা প্রদান করা হয়েছে, ওই অনুসারে আমরা বরগুনার সবগুলো উপজেলা পৌরসভাকে নির্দেশনা দিয়েছি। এরপর যদি কেউ টোল আদায় করে তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, টার্মিনাল ব্যতীত সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। গত ২১ এপ্রিল হাইকোর্টে দায়েরকৃত ৪৬৪০ / ২০২২ নম্বর রিট পিটিশনের আদেশের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

বরগুনার আমতলীতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার আমতলীতে যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগ উঠেছে। যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, আমতলী পৌরসভার ইজারাদাররা বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের আমতলীতে যানবাহন থামিয়ে টোল আদায় করা হয়। তবে পৌর মেয়রের দাবি, সড়ক-মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের জন্য নিষেধ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সরেজমিনে আমতলী পৌর শহরের নতুন বাজার চৌরাস্তা ও সরকারি একে পাইলট হাই স্কুল সংলগ্ন চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে প্রতিটি যাত্রীবাহী বাস, পরিবহন বাস, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করা হচ্ছে।
বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের চলা বাস ‘মায়ের দোয়া’ পরিবহনের মালিক মো. আক্কাস বলেন, ‘আমাদের প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে পৌর টোল আদায় করা হয়। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যতগুলো বাস চলাচল করে সবার কাছ থেকেই টোল আদায় করছে আমতলী পৌরসভার টোল আদায়কারীরা।’
একই অভিযোগ ঢাকাগামী দূরপাল্লা রুটে চলাচলকারী পরিবহগুলোর কাউন্টার পরিচালকদের। ঢাকা কুয়াকাটা রুটের ‘সাকুরা’ পরিবহনের আমতলী কাউন্টারের পরিচালক আবু হানিফ গাজী বলেন, ‘এই রুটে চলে এমন প্রতিটি বাস থেকে আমতলী পৌরসভা টোল আদায় করছে। আমরা উচ্চ আদালতের নির্দেশনার কথা বললেও তারা শুনছে না। আমাদের কাছ থেকে বাধ্য করে টাকা আদায় করছে তারা।’
‘হানিফ’ পরিবহনের কাউন্টার পরিচালক সুমন মিয়া বলেন, ‘হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না শুনেছি। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিদিন আমতলী থেকে আমাদের দূরপাল্লার প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।’
একইভাবে আমতলীর উপজেলার অভ্যন্তরে চলাচলরত সকল ব্যাটারিচালিত ইজিবাইক, মাহেন্দ্রা, টমটম, পিকআপ, টেম্পো সহ ভাড়ায় চালিত প্রতিটি মোটরসাইকেল থেকে প্রতিদিন ১০ টাকা করে পৌর টোল আদায় করা হচ্ছে। ইজিবাইক চালক মো. সেলিম বলেন, ‘নতুন বাজার চৌরাস্তায় ও একে স্কুল চৌরাস্তায় দাঁড়িয়ে আমাদের গাড়ি প্রতি ১০ টাকা করে পৌর টোল আদায় করে পৌর কর্তৃপক্ষ।’
আমতলী পৌরসভার পৌর টোল আদায়কারী নিজাম উদ্দিন জানান, ‘টোল আদায় বন্ধ করার জন্য পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেয়নি। আমরা যথানিয়মে তাই পৌর টোল আদায় করছি। পৌরসভা থেকে যদি নিষেধ করা হয় তবে আমরা টোল আদায় বন্ধ রাখব।’
এ বিষয়ে আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান মোবাইলে বলেন, ‘টার্মিনালের বাইরে টোল আদায় করা যাবে না বলে আদায়কারীদের বলা হয়েছে। তবে পৌর শহরের মধ্যে বেশ কয়েকটি টমটম ও থ্রি-হুইলার মাহেন্দ্রা স্ট্যান্ড রয়েছে সেগুলো আমরা পৌরসভা থেকে স্বীকৃতি দিয়েছি। ওই সকল স্ট্যান্ড থেকে পৌরসভার টোল আদায় করা হচ্ছে।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে যে নির্দেশনা প্রদান করা হয়েছে, ওই অনুসারে আমরা বরগুনার সবগুলো উপজেলা পৌরসভাকে নির্দেশনা দিয়েছি। এরপর যদি কেউ টোল আদায় করে তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, টার্মিনাল ব্যতীত সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। গত ২১ এপ্রিল হাইকোর্টে দায়েরকৃত ৪৬৪০ / ২০২২ নম্বর রিট পিটিশনের আদেশের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে