Ajker Patrika

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি
প্রতীকী ছবি

বরগুনার তালতলীতে একই মহল্লার নয়টি বাড়িতে চুরি হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের এসব বাড়ি থেকে চোর চক্র নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে তাঁরা চুরির বিষয়টি জানতে পারেন।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা পেয়ে উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের জিয়াউল হক রুবেল, রাশেদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, ইউসুফ আকন, গোপাল চন্দ্র বিশ্বাস, নাদিয়া আক্তার মেরি, শাহনাজ আক্তার, আফতাব উদ্দিন ও নান্না মিয়ার বাড়িতে চুরি হয়। এর মধ্যে রুবেলের বাসা থেকে ১২ হাজার টাকা ও ছয় আনা স্বর্ণের তিনটি আংটি এবং আফতাব উদ্দিনের ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী জিয়াউল হক রুবেল বলেন, এসব বাড়িতে বসবাসকারী সবাই চাকরিজীবী। ঈদের ছুটিতে তাঁরা গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে চোর চক্র ঘরে ঢুকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে। ছুটি শেষে বাড়ি ফিরে তাঁরা বিষয়টি টের পান। তাঁর ঘর থেকে নগদ ১২ হাজার টাকা এবং তিনটি আংটি নিয়েছে চোর চক্র।

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত