আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’

‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে