প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রবেশের জন্য রয়েছে দুটি পথ। একটি পথ পাথরঘাটা থানার প্রাচীরসংলগ্ন, যা এখন হাঁটুপানিতে তলিয়ে আছে। অন্য পথ পৌর ভবন লাগোয়া, যা ভাঙা আর কর্দমাক্ত। ফলে বিদ্যালয়ে প্রবেশপথের সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থী ও শিক্ষককে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় জানালেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রাচীরসংলগ্ন প্রবেশপথ উপজেলা ভূমি অফিসের পেছনে সরকারি পুকুরের পানিতে তলিয়ে আছে। অপর পথটি মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলের পক্ষ থেকে একটি প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভাঙা রাস্তা আর কাদামাটি পেরিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে, যা সামান্য অসাবধানতাবশত বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেছে, `করোনার আগে যখন স্কুল খোলা ছিল, তখন থানার পাশের ডুবন্ত রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করতাম। অনেক সময় রাস্তার ওপরে বড় বড় সাপ দেখতে পেতাম। সে কারণে ভয়ে আমরা প্রায় আধা কিলোমিটার ঘুরে পৌরসভার পাশের রাস্তা দিয়ে স্কুলে যাই। এখন এই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাওয়া অনেক কঠিন মনে হচ্ছে। এই দুর্ভোগের শেষ কোথায়, আমরা জানি না।'
স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে থানার পাশের গেটটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই রাস্তা পানির নিচে থাকায় প্রায় সময় সাপ দেখা যায়। অন্যদিকে রাস্তাটির কার্পেটিং উঠে এখন কর্দমাক্ত হয়ে গেছে। তাই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ তথ্য স্বীকার করে বলেন, `আমি এলাকা ঘুরে দেখেছি। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা দরকার।'
এ বিষয়ে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন আজকের পত্রিকাকে বলেন, `আমি বিষয়টি জানতে পেরেছি। অতি শিগগিরই এই ভোগান্তি লাঘব হবে।'

বরগুনার পাথরঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রবেশের জন্য রয়েছে দুটি পথ। একটি পথ পাথরঘাটা থানার প্রাচীরসংলগ্ন, যা এখন হাঁটুপানিতে তলিয়ে আছে। অন্য পথ পৌর ভবন লাগোয়া, যা ভাঙা আর কর্দমাক্ত। ফলে বিদ্যালয়ে প্রবেশপথের সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থী ও শিক্ষককে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় জানালেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রাচীরসংলগ্ন প্রবেশপথ উপজেলা ভূমি অফিসের পেছনে সরকারি পুকুরের পানিতে তলিয়ে আছে। অপর পথটি মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলের পক্ষ থেকে একটি প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভাঙা রাস্তা আর কাদামাটি পেরিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে, যা সামান্য অসাবধানতাবশত বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেছে, `করোনার আগে যখন স্কুল খোলা ছিল, তখন থানার পাশের ডুবন্ত রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করতাম। অনেক সময় রাস্তার ওপরে বড় বড় সাপ দেখতে পেতাম। সে কারণে ভয়ে আমরা প্রায় আধা কিলোমিটার ঘুরে পৌরসভার পাশের রাস্তা দিয়ে স্কুলে যাই। এখন এই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাওয়া অনেক কঠিন মনে হচ্ছে। এই দুর্ভোগের শেষ কোথায়, আমরা জানি না।'
স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে থানার পাশের গেটটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই রাস্তা পানির নিচে থাকায় প্রায় সময় সাপ দেখা যায়। অন্যদিকে রাস্তাটির কার্পেটিং উঠে এখন কর্দমাক্ত হয়ে গেছে। তাই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ তথ্য স্বীকার করে বলেন, `আমি এলাকা ঘুরে দেখেছি। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা দরকার।'
এ বিষয়ে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন আজকের পত্রিকাকে বলেন, `আমি বিষয়টি জানতে পেরেছি। অতি শিগগিরই এই ভোগান্তি লাঘব হবে।'

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে