আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন যুবলীগ সহসভাপতি ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞান শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রাক্তন এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর স্বামী শনিবার (৩০ মার্চ) রাতে তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞানের শিক্ষক বশির জোমাদ্দার ওই মাদ্রাসার প্রাক্তন এক ছাত্রীকে প্রায় মোবাইলে ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছেন। মোবাইল ফোন না ধরলে তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন—এমন অভিযোগ ওই ছাত্রীর।
যুবলীগ নেতার উত্ত্যক্ত সইতে না পেরে ওই ছাত্রী ঘটনা তাঁর স্বামীকে জানান। কিন্তু স্বামীও তাঁকে নিবৃত্ত করতে ব্যর্থ হন। পরে শনিবার রাতে ওই মাদ্রাসাছাত্রীর স্বামী বিচার চেয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় কয়েকজন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ নারী ঘটিত অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটার পর একটা ঘটনা ঘটিয়ে ছিলেন। ভেবেছিলাম এখন থমবে। কিন্তু তা-ও তিনি থামলেন না। তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ওই ছাত্রী বলেন, ‘বশির জোমাদ্দার আমার শিক্ষক। একজন শিক্ষক হয়ে তিনি কীভাবে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিতে পারে। স্যারকে বহুদিন বুঝিয়েছি। কিন্তু তিনি তা মানতে নারাজ। মোবাইল ফোন ধরা বন্ধ করলে স্যার বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেন। হুমকি দিতেন আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে বলে সংসার ভাঙবে। নিরুপায় হয়ে আমি স্যারের সব কুকর্মের কথা স্বামীকে বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামীর সহযোগিতা নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।’
ওই ছাত্রীর স্বামী ঘটনার সততা স্বীকার করে বলেন, ‘লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবি জানাই।’
যুবলীগ নেতা বশির জোমাদ্দার বলেন, ‘আমার বিরুদ্ধে আমার ছাত্রীর আনীত অভিযোগ মিথ্যা। আমাকে হয়রানি করতেই এমন অভিযোগ এনেছে।’ তিনি আরও বলেন, ‘ওই ছাত্রী আমার কাছে সার্টিফিকেট ও নতুন ভোটার ছবি তোলার বিষয়ে দুই দিন ফোন দিয়েছিল। আমি তো তাকে কোনো দিন ফোন দিইনি।’
তবে কেন আপনার বিরুদ্ধে আপনার ছাত্রী এমন অভিযোগ করবেন—এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
তালতলী থানার (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন যুবলীগ সহসভাপতি ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞান শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রাক্তন এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর স্বামী শনিবার (৩০ মার্চ) রাতে তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞানের শিক্ষক বশির জোমাদ্দার ওই মাদ্রাসার প্রাক্তন এক ছাত্রীকে প্রায় মোবাইলে ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছেন। মোবাইল ফোন না ধরলে তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন—এমন অভিযোগ ওই ছাত্রীর।
যুবলীগ নেতার উত্ত্যক্ত সইতে না পেরে ওই ছাত্রী ঘটনা তাঁর স্বামীকে জানান। কিন্তু স্বামীও তাঁকে নিবৃত্ত করতে ব্যর্থ হন। পরে শনিবার রাতে ওই মাদ্রাসাছাত্রীর স্বামী বিচার চেয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় কয়েকজন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ নারী ঘটিত অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটার পর একটা ঘটনা ঘটিয়ে ছিলেন। ভেবেছিলাম এখন থমবে। কিন্তু তা-ও তিনি থামলেন না। তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ওই ছাত্রী বলেন, ‘বশির জোমাদ্দার আমার শিক্ষক। একজন শিক্ষক হয়ে তিনি কীভাবে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিতে পারে। স্যারকে বহুদিন বুঝিয়েছি। কিন্তু তিনি তা মানতে নারাজ। মোবাইল ফোন ধরা বন্ধ করলে স্যার বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেন। হুমকি দিতেন আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে বলে সংসার ভাঙবে। নিরুপায় হয়ে আমি স্যারের সব কুকর্মের কথা স্বামীকে বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামীর সহযোগিতা নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।’
ওই ছাত্রীর স্বামী ঘটনার সততা স্বীকার করে বলেন, ‘লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবি জানাই।’
যুবলীগ নেতা বশির জোমাদ্দার বলেন, ‘আমার বিরুদ্ধে আমার ছাত্রীর আনীত অভিযোগ মিথ্যা। আমাকে হয়রানি করতেই এমন অভিযোগ এনেছে।’ তিনি আরও বলেন, ‘ওই ছাত্রী আমার কাছে সার্টিফিকেট ও নতুন ভোটার ছবি তোলার বিষয়ে দুই দিন ফোন দিয়েছিল। আমি তো তাকে কোনো দিন ফোন দিইনি।’
তবে কেন আপনার বিরুদ্ধে আপনার ছাত্রী এমন অভিযোগ করবেন—এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
তালতলী থানার (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৭ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১১ মিনিট আগে
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
৩ ঘণ্টা আগে