Ajker Patrika

বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 
মো. কাউসার। ছবি: সংগৃহীত
মো. কাউসার। ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে মো. কাউসার নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘরের চৌকাঠে নেটের রশি প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কাওসার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাবুল জমাদ্দারের ছেলে। সে সুবিদখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সুবিদখালী সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় কাউসার অংশগ্রহণ করে। তবে ওই পরীক্ষা খারাপ হয়। ওই দিন থেকে তাঁর মন খারাপ। শুক্রবার রাতেও সে পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনা শেষে ভাত খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মা-বাবা পুলিশে খবর দেয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে কাওসারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত