আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’

বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে