প্রতিনিধি, বরগুনা

ভারী বর্ষণ ও অতিজোয়ারে বরগুনা পৌরশহরের চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পানি শ্রেণিকক্ষে প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে ক্লাস চলাকালীন সময়ে সদর উপজেলার চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের ভবনের কাজ চলমান থাকার কারণে পার্শ্ববর্তী টিনশেডে বিকল্প ঘর ব্যবস্থা করে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
নতুন ভবন বরাদ্দ হওয়ার এক বছর পর সম্প্রতি ওই বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙে ফেলায় পাঠদানের জন্য সেখানে টিনশেড একটি ঘরে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে থেমে থেমে ভারী বর্ষণ ও জোয়ারের পানি প্রবেশ করে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ এমনকি শ্রেণিকক্ষও প্লাবিত হয়। তবে ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী ভবনে বৃষ্টির পানিতে প্লাবিত হয়। দেখা যায়, শিক্ষার্থীরা সেই পানির মধ্যে বসেই ক্লাস করছে।
অভিভাবকেরা বলছেন, ক্লাস পাঠ দানের উপযোগী না করে পাঠদান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোংরা ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবারও বৃষ্টি হলে পানি জমতে পারে বলে আশঙ্কা করছেন তারা। নোংরা দূষিত পানির মধ্যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে শিক্ষার্থীরা।
পঞ্চম শ্রেণির ছাত্র রাফি আদনান বলেন, ‘বৃষ্টি হওয়ার কারণে আমাদের স্কুলে পানি জমে যায়। তখন কষ্ট হয়। জুতা ভিজে যায়। অনেকে পা পিছলে পড়েও গেছে।’
স্কুলের শিক্ষকরাও এ নিয়ে বিপাকে পড়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনাহেনা বেগম বলেন, শিশুদের নিয়ে আমরা বিপাকে পড়েছি। ভবন ভেঙে কাঠের টিনশেড ঘরে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও জোয়ারে সঙ্গে ময়লা আবর্জনাযুক্ত দূষিত পানি প্রবেশ করেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এমএম মিজানুর রহমান বলেন, বিষয় আমি শুনেছি। বৃষ্টির পানি যদি স্থায়ী হয় তাহলে পাঠদানের জন্য বিকল্প ভবনের ব্যবস্থা করা হবে। আর যদি পানি নেমে যায়, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি না করে তাহলে ওখানেই ক্লাস হবে। আশা করছি দ্রুত এ বিষয় ব্যবস্থা নেব।

ভারী বর্ষণ ও অতিজোয়ারে বরগুনা পৌরশহরের চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পানি শ্রেণিকক্ষে প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে ক্লাস চলাকালীন সময়ে সদর উপজেলার চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের ভবনের কাজ চলমান থাকার কারণে পার্শ্ববর্তী টিনশেডে বিকল্প ঘর ব্যবস্থা করে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
নতুন ভবন বরাদ্দ হওয়ার এক বছর পর সম্প্রতি ওই বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙে ফেলায় পাঠদানের জন্য সেখানে টিনশেড একটি ঘরে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে থেমে থেমে ভারী বর্ষণ ও জোয়ারের পানি প্রবেশ করে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ এমনকি শ্রেণিকক্ষও প্লাবিত হয়। তবে ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী ভবনে বৃষ্টির পানিতে প্লাবিত হয়। দেখা যায়, শিক্ষার্থীরা সেই পানির মধ্যে বসেই ক্লাস করছে।
অভিভাবকেরা বলছেন, ক্লাস পাঠ দানের উপযোগী না করে পাঠদান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোংরা ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবারও বৃষ্টি হলে পানি জমতে পারে বলে আশঙ্কা করছেন তারা। নোংরা দূষিত পানির মধ্যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে শিক্ষার্থীরা।
পঞ্চম শ্রেণির ছাত্র রাফি আদনান বলেন, ‘বৃষ্টি হওয়ার কারণে আমাদের স্কুলে পানি জমে যায়। তখন কষ্ট হয়। জুতা ভিজে যায়। অনেকে পা পিছলে পড়েও গেছে।’
স্কুলের শিক্ষকরাও এ নিয়ে বিপাকে পড়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনাহেনা বেগম বলেন, শিশুদের নিয়ে আমরা বিপাকে পড়েছি। ভবন ভেঙে কাঠের টিনশেড ঘরে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও জোয়ারে সঙ্গে ময়লা আবর্জনাযুক্ত দূষিত পানি প্রবেশ করেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এমএম মিজানুর রহমান বলেন, বিষয় আমি শুনেছি। বৃষ্টির পানি যদি স্থায়ী হয় তাহলে পাঠদানের জন্য বিকল্প ভবনের ব্যবস্থা করা হবে। আর যদি পানি নেমে যায়, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি না করে তাহলে ওখানেই ক্লাস হবে। আশা করছি দ্রুত এ বিষয় ব্যবস্থা নেব।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৭ মিনিট আগে