বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে গতকাল শনিবার বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি এই শোকজ নোটিশ দিয়েছে।
নোটিশ পাওয়া আওয়ামী লীগ নেতা হলেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলার গোজখালী প্রাথমিক বিদ্যালয়ে ফল ঘোষণার অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নৌকার প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থীদের দিয়ে নৌকা মার্কার স্লোগান করিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই ফল ঘোষণা উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও তাঁর সহযোগীরা বিদ্যালয়ে যান। পরে তাঁরা ফল ঘোষণার আগেই বিদ্যালয় মিলনায়তনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নৌকায় ভোট চান। পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে লিফলেট বিতরণ ও স্লোগান দেওয়ান। একই সঙ্গে অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে প্রতিশ্রুতি আদায় করেন।
এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আচরণবিধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। যথাসময়ে নোটিশের লিখিত জবাব দেব।’

বরগুনার আমতলীতে পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে গতকাল শনিবার বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি এই শোকজ নোটিশ দিয়েছে।
নোটিশ পাওয়া আওয়ামী লীগ নেতা হলেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলার গোজখালী প্রাথমিক বিদ্যালয়ে ফল ঘোষণার অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নৌকার প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থীদের দিয়ে নৌকা মার্কার স্লোগান করিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই ফল ঘোষণা উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও তাঁর সহযোগীরা বিদ্যালয়ে যান। পরে তাঁরা ফল ঘোষণার আগেই বিদ্যালয় মিলনায়তনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নৌকায় ভোট চান। পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে লিফলেট বিতরণ ও স্লোগান দেওয়ান। একই সঙ্গে অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে প্রতিশ্রুতি আদায় করেন।
এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আচরণবিধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। যথাসময়ে নোটিশের লিখিত জবাব দেব।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩০ মিনিট আগে