বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণ না করে অন্য ইউনিয়নে মজুদ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ করে প্রশাসন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে চালগুলো জব্দ করা হয়। চালগুলো উপজেলার মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। চাল জব্দের পর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহাকে প্রধান করে ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওলিউল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. সহিদুল ইসলাম। তদন্ত কমিটিকে ২ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বেতাগী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা ধরা বন্ধে সরকার দেশের উপকূলীয় এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সরকারি খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে প্রত্যেক জেলেকে ৪০ কেজি ভিজিএফের চাল দেওয়া হয়। সে অনুসারে মার্চ মাসে মোকামিয়া ইউনিয়নে ৪৫০ জন জেলের জন্য ১৬ টন ৮০ কেজি খাদ্য সহায়তার চাল বারদ্দ দেওয়া হয়। এসব চালের একটি অংশই পার্শ্ববর্তী ইউনিয়নের এক ব্যক্তির বাড়ি থেকে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করে এই চাল এখানে রাখা হয়েছে। সকলের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিগত সময়েও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জেলেদের জন্য বরাদ্দকৃত এসব চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন। প্রশাসনের কাছে মোকামিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ না করে পার্শ্ববর্তী ইউনিয়নের একটি ঘরে মজুদ রাখা হয়েছে, এমন খবর পেয়ে গতকাল রোববার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ভিজিএফ কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ওই রাতেই বেতাগী থানায় জমা রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল একটি বাড়িতে মজুদ করে রাখা হয়েছে। ওই চাল উদ্ধারের জন্য মৎস্য কর্মকর্তাকে পাঠানো হয়। চালগুলো কী কারণে ওখানে রাখা হয়েছে তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বরগুনার বেতাগীতে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণ না করে অন্য ইউনিয়নে মজুদ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ করে প্রশাসন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে চালগুলো জব্দ করা হয়। চালগুলো উপজেলার মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। চাল জব্দের পর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহাকে প্রধান করে ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওলিউল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. সহিদুল ইসলাম। তদন্ত কমিটিকে ২ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বেতাগী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা ধরা বন্ধে সরকার দেশের উপকূলীয় এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সরকারি খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে প্রত্যেক জেলেকে ৪০ কেজি ভিজিএফের চাল দেওয়া হয়। সে অনুসারে মার্চ মাসে মোকামিয়া ইউনিয়নে ৪৫০ জন জেলের জন্য ১৬ টন ৮০ কেজি খাদ্য সহায়তার চাল বারদ্দ দেওয়া হয়। এসব চালের একটি অংশই পার্শ্ববর্তী ইউনিয়নের এক ব্যক্তির বাড়ি থেকে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করে এই চাল এখানে রাখা হয়েছে। সকলের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিগত সময়েও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জেলেদের জন্য বরাদ্দকৃত এসব চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন। প্রশাসনের কাছে মোকামিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ না করে পার্শ্ববর্তী ইউনিয়নের একটি ঘরে মজুদ রাখা হয়েছে, এমন খবর পেয়ে গতকাল রোববার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ভিজিএফ কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ওই রাতেই বেতাগী থানায় জমা রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল একটি বাড়িতে মজুদ করে রাখা হয়েছে। ওই চাল উদ্ধারের জন্য মৎস্য কর্মকর্তাকে পাঠানো হয়। চালগুলো কী কারণে ওখানে রাখা হয়েছে তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে