Ajker Patrika

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল, বললেন পাপমুক্ত হয়েছি

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৬: ২১
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল, বললেন পাপমুক্ত হয়েছি
তালাকের পর দুধ দিয়ে গোসল করছেন রেজাউল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।

রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’

রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’

রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’  

তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।   

শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত