আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।
রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’
রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’
তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।
রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’
রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’
তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১২ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৬ মিনিট আগে