আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।
রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’
রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’
তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।
রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’
রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’
তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৯ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১২ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪৩ মিনিট আগে