Ajker Patrika

মর্টার শেলকে জ্বালানি কাঠ ভেবে বাজারে বিক্রি করতে নিল কিশোর কাঠুরিয়া

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
মর্টার শেলকে জ্বালানি কাঠ ভেবে বাজারে বিক্রি করতে নিল কিশোর কাঠুরিয়া
জব্দ করা মর্টার শেল। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মর্টার শেল বাজারে বিক্রি করতে যায় এক কিশোর কাঠুরিয়া। খবর পেয়ে পুলিশ সেটি জব্দ করে ঘিরে রাখে। পরে এটি ধ্বংস করতে রামু সেনানিবাসের বম্ব ডিসপোজাল টিমকে খবর দেয় থানা-পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু বাজারে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মাশরুরুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তমব্রু কোনারপাড়ার এক কিশোর বাড়ির জন্য জ্বালানি কাঠ কুড়াতে যায় পাশের পাহাড়ে। এ সময় একটি বাড়ির পাশের গর্তে তার নজর পড়ে শুকনা কাঠের মতো কিছু। কিন্তু ওজন বেশি। সে এটি তুলে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় তমব্রু বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে আসা লোকজন জানান, এটি তো মর্টার শেল। পরে তাঁরা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি ঘিরে রাখে।

পুলিশের ধারণা, মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া কোনো পক্ষের মর্টার শেল হতে পারে এটি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, মূলত ওই কিশোর জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। সেখানেই মর্টার শেলটি পায় সে। বিক্রি করতে গেলে খবর পায় পুলিশ।

ওসি আরও জানান, মর্টার শেলটি ধ্বংস করতে কক্সবাজারের রামু সেনানিবাসের বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। এটি রাতে বা ভোরেই ধ্বংস করা হবে বলে আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত