Ajker Patrika

মিয়ানমারের ৪ চাকমা নাগরিকের অনুপ্রবেশ, ফিরিয়ে দিল বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
মিয়ানমারের ৪ চাকমা নাগরিকের অনুপ্রবেশ, ফিরিয়ে দিল বিজিবি

ঘুমধুমের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের চার নাগরিককে আটক করে পরে ফিরিয়ে দিয়েছে বিজিবি। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৩৭–এর কাছে আমবাগান নামক এলাকা দিয়ে তাঁরা প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করে ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ির বিওপি জোয়ানরা। 

বিজিবি সূত্র জানায়, ওই চারজন মিয়ানমারের মংডু শহরের ছামবারা গ্রাম থেকে পালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বাইশফাঁড়ি বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। পরে অধিনায়কের নির্দেশে তাঁদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। তাঁদের মধ্যে ৩ জন নারী ও একটি ছেলে শিশু ছিল। 
 
মিয়ানমারের ওই নাগরিকেরা হলেন—মাতিনোও চাকমা (২৭), লয়াঅং (৪), মমাঅং চাকমা (২০) এবং খাইংম্মা চাকমা (২৫)। তাঁরা সবাই মংডু জেলার তুমব্রুর ছামবালা গ্রামের বাসিন্দা। 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি কর্তৃক আটক হন তাঁরা। এরপর তাঁদের একই দিন একই স্থান দিয়ে বেলা আড়াইটায় মিয়ানমারে পুশব্যাক করা হয়।’ 

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপিসহ নিরাপত্তা বাহিনীর ৩৩০ সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত