বান্দরবান প্রতিনিধি

টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তা ছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদীর তীরে চাষিরা জমিতে তেমন সবজি চাষ করেননি। ঠিক একইভাবে রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।
তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। এসব খালে পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গাপাড়ার বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজিখেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তা ছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদীর তীরে চাষিরা জমিতে তেমন সবজি চাষ করেননি। ঠিক একইভাবে রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।
তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। এসব খালে পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গাপাড়ার বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজিখেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে