বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রায় ৯ বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের আদালত এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠান্ডাঝিরি এলাকার। তিনি মৃত মকবুল আলীমের ছেলে। তার স্ত্রী মনোয়ারা বেগম একই এলাকায় সৈয়দ আলমের মেয়ে।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ সকালে মো. আবুল কালাম নিজ বসত বাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে স্ত্রী মনোয়ারা মারা যায়। এ ঘটনার পর স্বামী কালাম পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই (১৭ মার্চ) নিহত মনোয়ারার বাবা সৈয়দ আলম বাদী হয়ে জামাতা আবুল কালামের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেন।
জানা গেছে, পুলিশ ২০১৪ সালের ১৫ অক্টোবর এ ঘটনায় মো. আবুল কালামকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। আসামি মামলার পর থেকে পলাতক থাকায় আদালত কর্তৃক আসামির জন্য এসডিএল (সরকারি কৌঁসুলি) নিয়োগ করা হয়। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন। পরে আসামি মামলার যুক্তিতর্ক শুনানির পর্যায়ে ২০২১ সালের ৩ নভেম্বর আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে আসামি কালামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আসামি পক্ষ থেকে এ মামলার ৪ জন সাফাই সাক্ষীকে পরীক্ষা করার পর আদালত গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি মো. আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রায় ঘোষণার পর মামলার বাদী ও মনোয়ারা বেগমের বাবা মো. সৈয়দ আলম ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেন।
জেলা জজ ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন মামলার রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আসামি মো. আবুল কালাম তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রায় ৯ বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের আদালত এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠান্ডাঝিরি এলাকার। তিনি মৃত মকবুল আলীমের ছেলে। তার স্ত্রী মনোয়ারা বেগম একই এলাকায় সৈয়দ আলমের মেয়ে।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ সকালে মো. আবুল কালাম নিজ বসত বাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে স্ত্রী মনোয়ারা মারা যায়। এ ঘটনার পর স্বামী কালাম পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই (১৭ মার্চ) নিহত মনোয়ারার বাবা সৈয়দ আলম বাদী হয়ে জামাতা আবুল কালামের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেন।
জানা গেছে, পুলিশ ২০১৪ সালের ১৫ অক্টোবর এ ঘটনায় মো. আবুল কালামকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। আসামি মামলার পর থেকে পলাতক থাকায় আদালত কর্তৃক আসামির জন্য এসডিএল (সরকারি কৌঁসুলি) নিয়োগ করা হয়। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন। পরে আসামি মামলার যুক্তিতর্ক শুনানির পর্যায়ে ২০২১ সালের ৩ নভেম্বর আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে আসামি কালামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আসামি পক্ষ থেকে এ মামলার ৪ জন সাফাই সাক্ষীকে পরীক্ষা করার পর আদালত গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি মো. আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রায় ঘোষণার পর মামলার বাদী ও মনোয়ারা বেগমের বাবা মো. সৈয়দ আলম ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেন।
জেলা জজ ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন মামলার রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আসামি মো. আবুল কালাম তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৭ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১১ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে