নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারও গোলাগুলির প্রকট শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর সাত রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাটির ছড়ার আগা এলাকার নুরুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি অংশের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট এলাকায় ওই গোলাগুলির শব্দ হয়। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এবং অপর বিদ্রোহী আরএসওর মধ্যে এই গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই এলাকার দেলোয়ার হোসেন বলেন, গোলাগুলির ঘটনাটি বেন্ডুলার এএ ক্যাম্প এলাকা থেকে শোনা গেছে। সেখানে আরাকান আর্মি নিজেদের এলাকা নিয়ন্ত্রণে রাখতে কাঠ দিয়ে ঘেরাও দিচ্ছিল। তারা এখন আরএসওর গুপ্ত হামলার আতঙ্কে রয়েছে। সে কারণেই হয়তো গোলাগুলি করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়িজুড়ে মিয়ানমারের যতটুকু সীমান্ত এলাকা রয়েছে, এর মধ্যে মিয়ানমার অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ অবস্থায় আরএসও বাহিনী তাদের অবস্থান জানান দিতে অপর বিদ্রোহী আরাকান আর্মির মুখোমুখি হয়।
তবে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁদের দাবি, এ ঘটনা মিয়ানমারের বিষয়।
এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর ৯ রাউন্ড তীব্র শব্দ শোনা যায়।

মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারও গোলাগুলির প্রকট শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর সাত রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাটির ছড়ার আগা এলাকার নুরুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি অংশের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট এলাকায় ওই গোলাগুলির শব্দ হয়। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এবং অপর বিদ্রোহী আরএসওর মধ্যে এই গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই এলাকার দেলোয়ার হোসেন বলেন, গোলাগুলির ঘটনাটি বেন্ডুলার এএ ক্যাম্প এলাকা থেকে শোনা গেছে। সেখানে আরাকান আর্মি নিজেদের এলাকা নিয়ন্ত্রণে রাখতে কাঠ দিয়ে ঘেরাও দিচ্ছিল। তারা এখন আরএসওর গুপ্ত হামলার আতঙ্কে রয়েছে। সে কারণেই হয়তো গোলাগুলি করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়িজুড়ে মিয়ানমারের যতটুকু সীমান্ত এলাকা রয়েছে, এর মধ্যে মিয়ানমার অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ অবস্থায় আরএসও বাহিনী তাদের অবস্থান জানান দিতে অপর বিদ্রোহী আরাকান আর্মির মুখোমুখি হয়।
তবে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁদের দাবি, এ ঘটনা মিয়ানমারের বিষয়।
এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর ৯ রাউন্ড তীব্র শব্দ শোনা যায়।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৯ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে