নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আ. লীগ সভাপতিসহ ৯৮ জনের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে পুলিশের এসআই আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এমআই মোহাম্মদ ইউছুপ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা কেউ ছাড় পাবেন না।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. সিরাজুল হক (৬০), যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৪৩), সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সংঘবদ্ধ হয়ে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের অদূরে বিছামারা এলাকার ৩৩ / ১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় আসামিরা। রাস্তায় বাঁধা সৃষ্টি করে বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংসসহ আরও কয়েকটি রাষ্ট্রীয় স্থাপনায় বড় ধরনের ক্ষতি সাধনে চেষ্টা করছিল তারা। এ জন্য তারা দফায় দফায় বৈঠক করেছে বলেও উল্লেখ করা হয় মামলায়।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বিস্ফোরিত ককটেলের খোসা, লাঠি ও ইটের টুকরো। এ সময় পুলিশ তিন আসামিকে আটক করে। বাকিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে পালিয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আর জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে মধ্যরাতে আটক করেছে পুলিশ।’
এ দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতিসহ অধিকাংশ নেতাকে আসামি করা হয়েছে। এমনকি উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। মূলত এটি একটি রাজনৈতিক মামলা। মামলা থেকে জামিনে মুক্ত হতে আইনি লড়াই করবেন বলে জানান তারা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আ. লীগ সভাপতিসহ ৯৮ জনের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে পুলিশের এসআই আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এমআই মোহাম্মদ ইউছুপ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা কেউ ছাড় পাবেন না।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. সিরাজুল হক (৬০), যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৪৩), সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সংঘবদ্ধ হয়ে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের অদূরে বিছামারা এলাকার ৩৩ / ১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় আসামিরা। রাস্তায় বাঁধা সৃষ্টি করে বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংসসহ আরও কয়েকটি রাষ্ট্রীয় স্থাপনায় বড় ধরনের ক্ষতি সাধনে চেষ্টা করছিল তারা। এ জন্য তারা দফায় দফায় বৈঠক করেছে বলেও উল্লেখ করা হয় মামলায়।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বিস্ফোরিত ককটেলের খোসা, লাঠি ও ইটের টুকরো। এ সময় পুলিশ তিন আসামিকে আটক করে। বাকিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে পালিয়ে যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আর জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে মধ্যরাতে আটক করেছে পুলিশ।’
এ দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতিসহ অধিকাংশ নেতাকে আসামি করা হয়েছে। এমনকি উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। মূলত এটি একটি রাজনৈতিক মামলা। মামলা থেকে জামিনে মুক্ত হতে আইনি লড়াই করবেন বলে জানান তারা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে