Ajker Patrika

বান্দরবানে আ.লীগের ১৮ জনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৯: ৩০
বান্দরবানে আ.লীগের ১৮ জনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা
বান্দরবান সদর থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান পৌর যুবদল নেতা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য রাজু বড়ুয়া, মহিউদ্দিন, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, মনির চৌধুরী, খলিলুর রহমান সোহাগ, রানা চৌধুরী, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

মামলা সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের আর্মিপাড়ায় ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা হয়। এ সময় অফিসের আসবাব, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। এ ছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তাই তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ২০৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট নয়টি মামলা করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী দুটি ও বিএনপির পাঁচটি, আর দুটি অন্য মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত