বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে