নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ তৈয়ব (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের ছাবের আহসদের ছেলে।
স্থানীয় আবদুর রশিদ ও জুহাইর আলম বলেন, তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ওপারের বেনডুলা বাজার থেকে গরুসহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ১১ বিজিবির জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারই একটি বিস্ফোরিত হয়ে আহত হন তৈয়ব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেন।
স্থানীয় সূত্র বলেছে, নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওই পয়েন্ট চোরাকারবারিরা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। পয়েন্টের ৭ কিলোমিটার ব্যবধানে মিয়ানমার অংশে দুটি বাংলাদেশি পণ্যের হাট রয়েছে। একটি বেনডোলা, অপরটি নিকুছড়ি। এ দুটি বাজারের জন্য দুটি পথ খোলা রেখে বাকি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রাখে। অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও স্থলমাইন পুঁতে রাখে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তৈয়বসহ এ পর্যন্ত সাত বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা আরাকান আর্মিকে চাঁদা না দিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে আসার পথে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয় বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ তৈয়ব (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের ছাবের আহসদের ছেলে।
স্থানীয় আবদুর রশিদ ও জুহাইর আলম বলেন, তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ওপারের বেনডুলা বাজার থেকে গরুসহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ১১ বিজিবির জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারই একটি বিস্ফোরিত হয়ে আহত হন তৈয়ব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেন।
স্থানীয় সূত্র বলেছে, নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওই পয়েন্ট চোরাকারবারিরা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। পয়েন্টের ৭ কিলোমিটার ব্যবধানে মিয়ানমার অংশে দুটি বাংলাদেশি পণ্যের হাট রয়েছে। একটি বেনডোলা, অপরটি নিকুছড়ি। এ দুটি বাজারের জন্য দুটি পথ খোলা রেখে বাকি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রাখে। অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও স্থলমাইন পুঁতে রাখে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তৈয়বসহ এ পর্যন্ত সাত বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা আরাকান আর্মিকে চাঁদা না দিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে আসার পথে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয় বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪১ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে