বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিক-মালিকেরা। নিরাপত্তার অজুহাতে আজ বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকেরা।
পরিবহনশ্রমিকেরা জানান, কিছুদিন আগে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাসমালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসমালিকেরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে এই সড়কে বাস চলাচল বন্ধ কর দেন পরিবহনশ্রমিকেরা।
তবে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে, এই বিষয়ে পরিবহনশ্রমিকেরা নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহনশ্রমিকেরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।’
এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহনশ্রমিকেরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিক-মালিকেরা। নিরাপত্তার অজুহাতে আজ বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকেরা।
পরিবহনশ্রমিকেরা জানান, কিছুদিন আগে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাসমালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসমালিকেরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে এই সড়কে বাস চলাচল বন্ধ কর দেন পরিবহনশ্রমিকেরা।
তবে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে, এই বিষয়ে পরিবহনশ্রমিকেরা নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহনশ্রমিকেরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।’
এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহনশ্রমিকেরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে