বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই বাস থেকে নারী ও শিশুসহ ৫৯ শ্রমিককে উদ্ধার করা হয়। ইট ভাটায় কাজ দেওয়ার কথা বলে তাঁদের পাচারের জন্য নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার বাসিন্দা মো. লিটন গাজী (৫৪) ও ছেলে মো. সোহাগ গাজী (১৯)। উদ্ধার শ্রমিকদের বাড়িও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে খুলনা র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজী নড়াইলের একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় শ্রমিককে একটি বাসে তোলেন। পরিকল্পনা অনুযায়ী তাঁদের নড়াইলে না নিয়ে খান জাহান আলী সেতু অতিক্রমে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পারেন শ্রমিকেরা। একপর্যায়ে জানতে পারেন যে তাঁদের চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হচ্ছে। এর পর তাঁরা বাসের মধ্যে হট্টগোল ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে গাড়িটির পিছু নেয় র্যাব এবং ফকিরহাট এলাকা থেকে তাঁরা শ্রমিকদের উদ্ধার করেন এবং মো. লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজীকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই বাস থেকে নারী ও শিশুসহ ৫৯ শ্রমিককে উদ্ধার করা হয়। ইট ভাটায় কাজ দেওয়ার কথা বলে তাঁদের পাচারের জন্য নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার বাসিন্দা মো. লিটন গাজী (৫৪) ও ছেলে মো. সোহাগ গাজী (১৯)। উদ্ধার শ্রমিকদের বাড়িও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে খুলনা র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজী নড়াইলের একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় শ্রমিককে একটি বাসে তোলেন। পরিকল্পনা অনুযায়ী তাঁদের নড়াইলে না নিয়ে খান জাহান আলী সেতু অতিক্রমে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পারেন শ্রমিকেরা। একপর্যায়ে জানতে পারেন যে তাঁদের চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হচ্ছে। এর পর তাঁরা বাসের মধ্যে হট্টগোল ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে গাড়িটির পিছু নেয় র্যাব এবং ফকিরহাট এলাকা থেকে তাঁরা শ্রমিকদের উদ্ধার করেন এবং মো. লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজীকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৬ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৩৮ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে