শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনে। বছরের এই সময় পর্যটন মৌসুম হলেও প্রায় পর্যটকশূন্য। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটক। কিন্তু বিগত কয়েক দিনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা মিলছে না ভ্রমণপিপাসুদের।
সুন্দরবনের ট্যুরিজম ব্যবসায়ী রহিম হাওলাদার, রাসেল বয়াতী জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এখানকার পর্যটনের ভরা মৌসুম। কিন্তু এ বছর অক্টোবরের শেষে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচি, হরতাল-অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে। সহিংসতার আশঙ্কায় ভ্রমণে আগ্রহ হারিয়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা।
একাধিক ট্যুর অপারেটর জানান, হরতাল-অবরোধের কারণে তাঁদের সব শিডিউল স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত বুকিং পাওয়ার সম্ভাবনাও নেই। এতে তাঁরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন।
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, প্রতিদিনই সুন্দরবন দেখতে আসেন ৩০০ থেকে ৫০০ পর্যটক। কিন্তু হঠাৎ করে হরতাল-অবরোধ শুরু হওয়ায় স্থানীয় আশপাশের তেমন কোনো পর্যটকও নেই। আজ দুপুর পর্যন্ত মাত্র ৭ থেকে ১২ জন এসেছেন। অথচ এমন দিনগুলো শত শত পর্যটকের ভিড় লেগেই থাকত। প্রতিবছর শীত মৌসুমের পর বিভিন্ন উৎসবে পর্যটকে ঠাসা থাকে সুন্দরবন। কিন্তু এবারের চিত্র ভিন্ন হতে পারে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সুন্দরবনে আসেন। কিন্তু হরতাল-অবরোধের কারণে তারা আসতে পারছেন না। এতে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনে। বছরের এই সময় পর্যটন মৌসুম হলেও প্রায় পর্যটকশূন্য। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটক। কিন্তু বিগত কয়েক দিনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা মিলছে না ভ্রমণপিপাসুদের।
সুন্দরবনের ট্যুরিজম ব্যবসায়ী রহিম হাওলাদার, রাসেল বয়াতী জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এখানকার পর্যটনের ভরা মৌসুম। কিন্তু এ বছর অক্টোবরের শেষে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচি, হরতাল-অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে। সহিংসতার আশঙ্কায় ভ্রমণে আগ্রহ হারিয়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা।
একাধিক ট্যুর অপারেটর জানান, হরতাল-অবরোধের কারণে তাঁদের সব শিডিউল স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত বুকিং পাওয়ার সম্ভাবনাও নেই। এতে তাঁরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন।
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, প্রতিদিনই সুন্দরবন দেখতে আসেন ৩০০ থেকে ৫০০ পর্যটক। কিন্তু হঠাৎ করে হরতাল-অবরোধ শুরু হওয়ায় স্থানীয় আশপাশের তেমন কোনো পর্যটকও নেই। আজ দুপুর পর্যন্ত মাত্র ৭ থেকে ১২ জন এসেছেন। অথচ এমন দিনগুলো শত শত পর্যটকের ভিড় লেগেই থাকত। প্রতিবছর শীত মৌসুমের পর বিভিন্ন উৎসবে পর্যটকে ঠাসা থাকে সুন্দরবন। কিন্তু এবারের চিত্র ভিন্ন হতে পারে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সুন্দরবনে আসেন। কিন্তু হরতাল-অবরোধের কারণে তারা আসতে পারছেন না। এতে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে