বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উপজেলা সদর। অভিযোগ উঠেছে, বিএনপির কর্মসূচিতে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রামদা, হকিস্টিকসহ লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিতদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা।
মো. আহসান হাবিব ঠান্ডা বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, ‘ভোলায় ছাত্রদলের সভাপতিসহ দুজন খুন এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদের কর্মসূচি ছিল আজ। মঙ্গলবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল। এই সমাবেশ বানচাল করতে দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের হুমকি-ধমকি ও মারধর করে আসছে। গতকাল রাতেও বিভিন্ন গ্রামে মহড়া দিয়েছে। সমাবেশ বানচাল করতে তারা সকাল থেকে হকিস্টিক, রামদাসহ লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছে। সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর এবং তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া শাসক দলের হামলায় কৃষক দলের নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদলের নেতা কামাল বিশ্বাস, বিএনপির নেতা মনিরুল ইসলাম মনিসহ আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে এ নিয়ে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির কোনো নেতা-কর্মীর ওপরে আওয়ামী লীগের লোকজন কোনো হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এ ছাড়া তেমন কোনো হামলার ঘটনা শুনিনি আমরা।’

বাগেরহাটের চিতলমারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উপজেলা সদর। অভিযোগ উঠেছে, বিএনপির কর্মসূচিতে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রামদা, হকিস্টিকসহ লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিতদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা।
মো. আহসান হাবিব ঠান্ডা বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, ‘ভোলায় ছাত্রদলের সভাপতিসহ দুজন খুন এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদের কর্মসূচি ছিল আজ। মঙ্গলবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল। এই সমাবেশ বানচাল করতে দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের হুমকি-ধমকি ও মারধর করে আসছে। গতকাল রাতেও বিভিন্ন গ্রামে মহড়া দিয়েছে। সমাবেশ বানচাল করতে তারা সকাল থেকে হকিস্টিক, রামদাসহ লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছে। সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর এবং তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া শাসক দলের হামলায় কৃষক দলের নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদলের নেতা কামাল বিশ্বাস, বিএনপির নেতা মনিরুল ইসলাম মনিসহ আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে এ নিয়ে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির কোনো নেতা-কর্মীর ওপরে আওয়ামী লীগের লোকজন কোনো হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এ ছাড়া তেমন কোনো হামলার ঘটনা শুনিনি আমরা।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে