Ajker Patrika

বাগেরহাটে দেড় কোটি টাকা ঋণ পেলেন ৩২ নারী উদ্যোক্তা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ৩২ জন নারী উদ্যোক্তার মধ্যে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে উদ্যোক্তাদের এক সমাবেশে এই ঋণের চেক বিতরণ করা হয়।

রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস. এম. হাসান রেজা।

উপস্থিত ছিলেন–বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পিএলসি বাগেরহাটের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট অঞ্চলের মুখ্য ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডল প্রমুখ।

আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য সকল ব্যাংক কর্তৃপক্ষকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার অনুরোধ জানান আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত