শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।
এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে।
এর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।
ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।
এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে।
এর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।
ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৩ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে