বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের কাঁকড়া লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মোংলা থানায় মামলা করেন ব্যবসায়ী ইসমাইল গাজী।
এর আগে ২২ জুলাই মধ্যরাতে মোংলার পশুর নদসংলগ্ন ঘষিয়াখালী চ্যানেলের প্রবেশদ্বারে কার্গো বোট থেকে ৪ হাজার ২৫৬ কেজি কাঁকড়া লুটে নেয় সন্ত্রাসীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল গাজী মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত ইজাহার গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঁকড়ার ব্যবসা করেন।
ইসমাইল গাজী বলেন, ‘আমার ছোট ভাই ওসমান গাজী সিন্দুরতলা খাল থেকে কাঁকড়া নিয়ে একটি কার্গো বোটে করে ২২ জুলাই মধ্যরাতে উলুবুনিয়া এলাকায় থাকা আমাদের ডিপোতে আসছিলেন। রাত সাড়ে ৩টার দিকে পশুর নদসংলগ্ন ঘষিয়াখালী চ্যানেলের প্রবেশদ্বারে পৌঁছালে রামপাল উপজেলার পেড়িখালী এলাকার হাসিব ইজারাদার ও মোংলার সোনাইলতলা এলাকার রেজাউল সরদারসহ বেশ কয়েকজন সন্ত্রাসী কার্গো বোটটিতে উঠে আমার ভাইসহ জেলেদের মারধর করে। একপর্যায়ে তারা বোটের ১৪০টি ক্যারেটে থাকা ৪ হাজার ২৫৬ কেজি কাঁকড়া লুটে নেয়। যার দাম ২৯ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।’
ইসমাইল গাজী আরও বলেন, লুট করে নেওয়া কাঁকড়া একটি বোটে করে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় বিদ্যারবাহন খেয়াঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে রামপালের ভাগা বাজারে আনা হয়। সেখানে প্রসেসিং করে কাঁকড়াগুলোকে ঢাকায় চালান করে দেন লুটকারীরা।
ব্যবসায়ী ইসমাইল গাজী বলেন, ‘এক সপ্তাহ ধরে পুলিশসহ বিভিন্ন স্থানে ঘুরেছি। কিন্তু আমার মামলা নেয়নি। পরে গতকাল রাতে মামলা নিয়েছে। আসামিরা অনেক প্রভাবশালী; তাই হয়তো পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। আসামিদের গ্রেপ্তার করে কাঁকড়ার টাকা আদায় করে দেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।’
১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকার পরেও জেলেরা কাঁকড়া কোথায় পেল—এমন প্রশ্নে ব্যবসায়ী ইসমাইল গাজী বলেন, ‘সুন্দরবন থেকে এসব কাঁকড়া আহরণ করা হয়নি। জয়মনিসহ স্থানীয় বিভিন্ন খাল ও নদী থেকে জেলেরা এই কাঁকড়া আহরণ করেছে।’
এদিকে মামলা হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন আসামি হাসিব ইজারাদার ও রেজাউল সরদার। তাঁদের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, কাঁকড়া লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এক সপ্তাহ পরে মামলা হওয়ার কারণ সম্পর্কে ওসি বলেন, ‘ওই ব্যবসায়ী গত শুক্রবার একটি ত্রুটিযুক্ত এজাহার নিয়ে এসেছিল। পরে এজাহার সংশোধন করে আনলে আমরা মামলা নথিভুক্ত করেছি।’

বাগেরহাটের মোংলায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের কাঁকড়া লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মোংলা থানায় মামলা করেন ব্যবসায়ী ইসমাইল গাজী।
এর আগে ২২ জুলাই মধ্যরাতে মোংলার পশুর নদসংলগ্ন ঘষিয়াখালী চ্যানেলের প্রবেশদ্বারে কার্গো বোট থেকে ৪ হাজার ২৫৬ কেজি কাঁকড়া লুটে নেয় সন্ত্রাসীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল গাজী মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত ইজাহার গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঁকড়ার ব্যবসা করেন।
ইসমাইল গাজী বলেন, ‘আমার ছোট ভাই ওসমান গাজী সিন্দুরতলা খাল থেকে কাঁকড়া নিয়ে একটি কার্গো বোটে করে ২২ জুলাই মধ্যরাতে উলুবুনিয়া এলাকায় থাকা আমাদের ডিপোতে আসছিলেন। রাত সাড়ে ৩টার দিকে পশুর নদসংলগ্ন ঘষিয়াখালী চ্যানেলের প্রবেশদ্বারে পৌঁছালে রামপাল উপজেলার পেড়িখালী এলাকার হাসিব ইজারাদার ও মোংলার সোনাইলতলা এলাকার রেজাউল সরদারসহ বেশ কয়েকজন সন্ত্রাসী কার্গো বোটটিতে উঠে আমার ভাইসহ জেলেদের মারধর করে। একপর্যায়ে তারা বোটের ১৪০টি ক্যারেটে থাকা ৪ হাজার ২৫৬ কেজি কাঁকড়া লুটে নেয়। যার দাম ২৯ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।’
ইসমাইল গাজী আরও বলেন, লুট করে নেওয়া কাঁকড়া একটি বোটে করে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় বিদ্যারবাহন খেয়াঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে রামপালের ভাগা বাজারে আনা হয়। সেখানে প্রসেসিং করে কাঁকড়াগুলোকে ঢাকায় চালান করে দেন লুটকারীরা।
ব্যবসায়ী ইসমাইল গাজী বলেন, ‘এক সপ্তাহ ধরে পুলিশসহ বিভিন্ন স্থানে ঘুরেছি। কিন্তু আমার মামলা নেয়নি। পরে গতকাল রাতে মামলা নিয়েছে। আসামিরা অনেক প্রভাবশালী; তাই হয়তো পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। আসামিদের গ্রেপ্তার করে কাঁকড়ার টাকা আদায় করে দেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।’
১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকার পরেও জেলেরা কাঁকড়া কোথায় পেল—এমন প্রশ্নে ব্যবসায়ী ইসমাইল গাজী বলেন, ‘সুন্দরবন থেকে এসব কাঁকড়া আহরণ করা হয়নি। জয়মনিসহ স্থানীয় বিভিন্ন খাল ও নদী থেকে জেলেরা এই কাঁকড়া আহরণ করেছে।’
এদিকে মামলা হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন আসামি হাসিব ইজারাদার ও রেজাউল সরদার। তাঁদের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, কাঁকড়া লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এক সপ্তাহ পরে মামলা হওয়ার কারণ সম্পর্কে ওসি বলেন, ‘ওই ব্যবসায়ী গত শুক্রবার একটি ত্রুটিযুক্ত এজাহার নিয়ে এসেছিল। পরে এজাহার সংশোধন করে আনলে আমরা মামলা নথিভুক্ত করেছি।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে