বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন থেকে হরিণের চামড়া-মাথাসহ আটক দুই শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এই আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার বন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
আসামিরা হলেন মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন (৩৩) ও একই এলাকার আক্কাছ শেখের ছেলে আ. রহিম (২১)।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করেন।
ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি চারু ও একটি সোলার প্যানেল জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের পাশে গাছে ঝোলানো অবস্থায় একটি হরিণের চামড়া ও তিনটি শিংওয়ালা মাথাও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা জব্দ করেছি। আটক দুজনের বিরুদ্ধে মামলা করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজাউল করিম আরও বলেন, ‘গত ১৫ দিনে ১০০ কেজি ফাঁদ ও ৫২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকার বন্ধে বন বিভাগ টহল জোরদারের পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে।
হরিণ শিকারকে নিরুৎসাহিত করতে আমরা বনজীবীদের প্রণোদনার ব্যবস্থা করেছি। কোনো বনজীবী যদি এক কেজি হরিণ শিকারের ফাঁদ ধরিয়ে দিতে পারে, তাহলে আমরা তাকে ২ হাজার টাকা প্রণোদনা দিচ্ছি।’ সুন্দরবন ও বন্য প্রাণী রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সুন্দরবন থেকে হরিণের চামড়া-মাথাসহ আটক দুই শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এই আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার বন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
আসামিরা হলেন মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন (৩৩) ও একই এলাকার আক্কাছ শেখের ছেলে আ. রহিম (২১)।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করেন।
ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি চারু ও একটি সোলার প্যানেল জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের পাশে গাছে ঝোলানো অবস্থায় একটি হরিণের চামড়া ও তিনটি শিংওয়ালা মাথাও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা জব্দ করেছি। আটক দুজনের বিরুদ্ধে মামলা করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজাউল করিম আরও বলেন, ‘গত ১৫ দিনে ১০০ কেজি ফাঁদ ও ৫২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকার বন্ধে বন বিভাগ টহল জোরদারের পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে।
হরিণ শিকারকে নিরুৎসাহিত করতে আমরা বনজীবীদের প্রণোদনার ব্যবস্থা করেছি। কোনো বনজীবী যদি এক কেজি হরিণ শিকারের ফাঁদ ধরিয়ে দিতে পারে, তাহলে আমরা তাকে ২ হাজার টাকা প্রণোদনা দিচ্ছি।’ সুন্দরবন ও বন্য প্রাণী রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৪ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে